শুরু হচ্ছে বিহার থেকেই। সামাজিক ছুৎমার্গ উড়িয়ে নির্বাচন কমিশন দেশে প্রথম একজন রূপান্তরকামী মহিলাকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করলো৷ আগামী ২৮ অক্টোবর বিহারে প্রথম দফার নির্বাচন। সেদিনই নির্বাচনের দায়িত্বে দেখা যাবে মণিকা দাসকে। পড়াশোনায় অসম্ভব মেধাবী মণিকা। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পেয়ে আইনের স্নাতক৷ ৩২ বছরের মণিকা ২০১৫ থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ করছেন। মণিকার আগে অবশ্য ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রিয়া সরকার নামে একজন রূপান্তরকামী ভোটের দায়িত্ব পালন করেছিলেন। তবে তিনি ছিলেন পোলিং অফিসার৷ প্রিসাইডিং অফিসার এই প্রথম৷

আরও পড়ুন-প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের প্রতিবাদ বিজেপি নেত্রীর
