কালীপুজোর পর জানা যাবে এ রাজ্যে পুরভোট কবে

কলকাতা,হাওড়া-সহ শতাধিক পুরসভার ভোট কবে হতে পারে, তা জানা যাবে কালীপুজোর পর৷ রাজ্য নির্বাচন কমিশন এই কথাই জানিয়েছে দেশের শীর্ষ আদালতে৷ কমিশনের তরফে আদালতে জানানো হয়েছে, মহামারির কারণে এখনই বলা সম্ভব নয় কবে হবে বকেয়া পুরভোট। কালীপুজোর পর সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এক মামলার ভিত্তিতে এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছিলো শীর্ষ আদালত৷

কলকাতা-সহ রাজ্যের শতাধিক পুরসভার ভোট বকেয়া রয়েছে। শীর্ষ আদালত রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল, কলকাতা ও অন্যান্য পুরসভার ভোট কবে করানো সম্ভব? সম্প্রতি বিজেপিও রাজ্য নির্বাচন কমিশনের কাছে দ্রুত ভোট করানোর দাবি তুলেছে। বিচারপতি সঞ্জয় কিষেণ কউলের নেতৃত্বে ৩ বিচারপতির এজলাশে কমিশনের আইনজীবী জানান, রাজ্যে সংক্রমণ বেড়েছে।

তখন প্রশ্ন ওঠে, করোনার মধ্যে যদি বিহারে ভোট করানো যায়, তা হলে পশ্চিমবঙ্গে পুরভোট করতে অসুবিধা কোথায়? কমিশন জানায়, বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণা হলেও সেখানকার পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে আলাদা। রাজ্যে একটি বিধানসভা উপনির্বাচন হওয়ার কথা ছিল। তা-ও স্থগিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন-প্রত্যাশামাফিক তৃণমূল নেতাদের নামেই FIR করলেন নিহত মনীশের বাবা চন্দ্রমনি শুক্ল

Previous articleপ্রত্যাশামাফিক তৃণমূল নেতাদের নামেই FIR করলেন নিহত মনীশের বাবা চন্দ্রমনি শুক্ল
Next articleসিসিটিভি ফুটেজে রহস্য ভেদ, মণীশ কাণ্ডে গ্রেফতার ২