Monday, August 25, 2025

পরিযায়ী শ্রমিকদের পাশে মমতা, স্বর্ণশিল্প ক্লাস্টার তৈরির নির্দেশ

Date:

লকডাউন পরিস্থিতিতে অনেক পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন বাংলায়; নিজের বাড়িতে। তাঁরা এখন আর ফিরে যেতে চান না কর্মক্ষেত্রে। এমনই অনেকেই এসেছেন ঘাটালে। তাঁরা বেশিরভাগই স্বর্ণশিল্পী। তাঁদের নিয়ে পশ্চিম মেদিনীপুরে স্বর্ণশিল্পের ক্লাস্টার গড়তে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, খড়্গপুরে প্রশাসনিক বৈঠক থেকে জেলাশাসককে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

একইসঙ্গে জেলাশাসক জানান, যে পরিযায়ী শ্রমিকরা লকডাউনের সময় ফিরে এসেছিলেন, তাঁদের মধ্যে 50 হাজারকে রাজ্যে বিভিন্ন কাজে নিয়োগ করা হয়েছে। এঁদের মধ্যে কুড়ি হাজারকে জবকার্ড দেওয়া হয়েছে। মাটি সৃষ্টি প্রকল্প, 100 দিনের কাজ-সহ বিভিন্ন কাজেই তাঁরা কাজ করছেন বলে বাড়ি ছেড়ে আর দূরে পাড়ি দিতে চান না। সেরকমই প্রচুর স্বর্ণশিল্পী রয়েছেন ঘাটাল ও তার আশপাশের অঞ্চলে। তাঁদের জন্য এমএসএমই ক্লাস্টার তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের রেশন ব্যবস্থার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানান, যাঁদের কাজ নেই, তাঁরা কুপনের মাধ্যমে আগামী জুন মাস পর্যন্ত রেশন পাবেন।

জেলায় 100 দিনের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান কর্ণগড় মন্দির সংস্কারের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 500 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জন্য।
60 বছরের উপর তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষ পেনশন পাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- হাথরাসের ঘটনা ভয়ঙ্কর, পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করুক রাজ্য: সুপ্রিম কোর্ট

কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করেননি মুখ্যমন্ত্রী। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে প্রথমে চারদিনের উত্তরবঙ্গ সফর করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঙ্গলবার দিন তিনি দুদিনের জঙ্গলমহল সফর শুরু করেছেন। প্রথমদিনই খড়্গপুরে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা-সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন জেলাশাসক এবং পুলিশ সুপাররা। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। করোনা সর্তকতায় শারীরিক দূরত্ব বজায় রেখে সভায় আসন বিন্যাস করা হয়।

Related articles

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version