Sunday, November 2, 2025

সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ ব্যারাকপুর-টিটাগগড়ের দাপুটে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় নয়া মোড়! এই মৃত্যু নিয়ে তোলপাড় হওয়া রাজনীতি নিয়ে CID তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। সেইমতো এদিন সকালেই টিটাগড় যায় CID তদন্তকারীরা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কথা বলেন টিটাগড় থানার পুলিশের সঙ্গেও।

তদন্তে নেমে বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করে CID. জানা গিয়েছে, মূল সন্দেহভাজন ধৃতের নাম মহম্মদ খুররম। ধৃত টিটাগড়েরই বাসিন্দা। আটক আরও ২ জনের নাম গুলাবা ও মহম্মদ নাসির। বাকি ৬ জনের নাম এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ।
অন্যদিকে, ৭ জনের নামে FIR দায়ের হয়েছে টিটাগড় থানায়। প্রত্যেকের বিরুদ্ধেই খুনের ধারা দেওয়া হয়েছে।

ধৃত মহম্মদ খুররমকে জেরা করে খুনের ঘটনায় জড়িত বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্ত ও অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে, খুররমের এক ঘনিষ্ঠ সঙ্গীকে খুনের ঘটনায় মনীশ শুক্লার হাত ছিল। অর্থাৎ, “খুনের বদলা খুন!” তবে সেই প্রতিশোধ নেওয়ার জন্যই এমন কাজ কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে NRS হাসপাতালে ময়নাতদন্ত শেষে এদিন মনীশ শুক্লার মৃতদেহ পরিবারের হাতে দেওয়া তুলে দেওয়া হয়। প্রায় ২০ ঘণ্টা পর দেহ পায় পরিবার। মরদেহ নিয়ে সোজা টিটাগড়ে পৌঁছয় কনভয়। সেখানে দেহ পৌঁছতেই তুমুল উত্তেজনা দেখা দেয়। রাস্তার ধারে ভিড় জমে উৎসাহী মানুষের।রাসমণি শ্মশানে শেষকৃত্য হয় নিহত বিজেপি নেতার।

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version