Saturday, May 3, 2025

সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ ব্যারাকপুর-টিটাগগড়ের দাপুটে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় নয়া মোড়! এই মৃত্যু নিয়ে তোলপাড় হওয়া রাজনীতি নিয়ে CID তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। সেইমতো এদিন সকালেই টিটাগড় যায় CID তদন্তকারীরা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কথা বলেন টিটাগড় থানার পুলিশের সঙ্গেও।

তদন্তে নেমে বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করে CID. জানা গিয়েছে, মূল সন্দেহভাজন ধৃতের নাম মহম্মদ খুররম। ধৃত টিটাগড়েরই বাসিন্দা। আটক আরও ২ জনের নাম গুলাবা ও মহম্মদ নাসির। বাকি ৬ জনের নাম এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ।
অন্যদিকে, ৭ জনের নামে FIR দায়ের হয়েছে টিটাগড় থানায়। প্রত্যেকের বিরুদ্ধেই খুনের ধারা দেওয়া হয়েছে।

ধৃত মহম্মদ খুররমকে জেরা করে খুনের ঘটনায় জড়িত বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্ত ও অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে, খুররমের এক ঘনিষ্ঠ সঙ্গীকে খুনের ঘটনায় মনীশ শুক্লার হাত ছিল। অর্থাৎ, “খুনের বদলা খুন!” তবে সেই প্রতিশোধ নেওয়ার জন্যই এমন কাজ কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে NRS হাসপাতালে ময়নাতদন্ত শেষে এদিন মনীশ শুক্লার মৃতদেহ পরিবারের হাতে দেওয়া তুলে দেওয়া হয়। প্রায় ২০ ঘণ্টা পর দেহ পায় পরিবার। মরদেহ নিয়ে সোজা টিটাগড়ে পৌঁছয় কনভয়। সেখানে দেহ পৌঁছতেই তুমুল উত্তেজনা দেখা দেয়। রাস্তার ধারে ভিড় জমে উৎসাহী মানুষের।রাসমণি শ্মশানে শেষকৃত্য হয় নিহত বিজেপি নেতার।

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version