Thursday, August 28, 2025

ছেলের খুনের ঘটনায় টিটাগড় থানায় এফআইআর দায়ের করেছেন মণীশের বাবা চন্দ্রমণি শুক্লা। এফআইআরে মোট সাত জনের নামে অভিযোগ করেছেন মণীশের বাবা। তার মধ্যে দু’জন টিটাগড় ও ব্যারাকপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা তৃণমূল নেতা। টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুর পুরসভার বিদায়ী পুরপ্রধান উত্তম দাসের নাম রয়েছে এফআইআরে। যদিও তাঁরা পুরো বিষয়টি রাজনৈতিক চক্রান্ত ও দৃষ্টিভঙ্গি ঘোরানোর চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন ।
এরই পাশাপাশি,
মণীশ শুক্লা খুনে ধৃত মহম্মদ খুররমের রাজনৈতিক সংযোগ আছে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার , এমনই দাবি করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ।এমনকি তিনি অভিযোগ করেন,ঘটনার দিন ভবানীভবন থেকে তাদের লোকেশনট্র্যাক করা হচ্ছিল।
তিনি মঙ্গলবারও দাবি করেন, মণীশ শুক্লার খুন শাসকদল ও পুলিশের যৌথ ‘অপারেশন’।
খুররমের সঙ্গে তৃণমূলের নেতাদের ছবি দেখিয়ে অর্জুন সিং এই দাবি করেছেন । ওই অভিযোগে অর্জুন সিং তৃণমূলের মদন মিত্র, ব্রাত্য বসু, নির্মল ঘোষের সঙ্গে ছবি দেখিয়ে এই দাবি করেছেন ।
তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ ধর্তব্যের মধ্যে আনতে চাননি।
ব্রাত্য বসু এই অভিযোগ সম্পর্কে স্পষ্ট জানিয়েছেন, অর্জুনের অভিযোগের কোনও জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না ।
পানিহাটির বিধায়ক তথা পানিহাটি পুরসভার মুখ্য প্রশাসক নির্মল ঘোষ জানিয়েছেন, আমি দলের পদে আছি। তাই দলের কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়। কে আমার সঙ্গে ছবি তুলছেন মনে রাখা সম্ভব নয়। তাই এই ছবি দিয়ে কিছুই প্রমাণ হয় না। মদন মিত্র বলেছেন, জনপ্রতিনিধিদের সঙ্গে অনেকেই ছবি তোলেন। তার অর্থ এই নয় যে ওই জনপ্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ আছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে এমন মন্তব্য অনেকেই করেন।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version