Wednesday, May 21, 2025

রাজ্যপালের অতিসক্রিয়তা বিজেপির গভীর রাজনৈতিক চক্রান্তের অঙ্গ! মণীশ খুনে বিস্ফোরক নির্মল

Date:

Share post:

রাজ্যপালের অতিসক্রিয়তা বিজেপির গভীর রাজনৈতিক চকক্রান্তের অঙ্গ! মণীশ খুনে বিস্ফোরক মন্তব্য করলেন উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তিনি বলেন, মৃতদেহ নেওয়ার জন্য হাসপাতালে একসঙ্গে কয়েক হাজার লোক ঢুকে যাচ্ছে। তারপর মৃতদেহ নিয়ে রাজভবন যাচ্ছে। এই ঘটনা প্রমাণ করে মণীশ খুন নিয়ে গভীর রাজনৈতিক চক্রান্ত করেছে বিজেপি। আর বর্তমান রাজ্যপালের অতিসক্রিয়তা সেই চক্রান্তের অঙ্গ। এখন রাজভবন বিজেপির পার্টি অফিস হয়ে গিয়েছে। আর রাজ্যপাল নিজের পদের অমর্যাদা করে বিজেপির নেতা হয়ে গিয়েছেন।

তাঁর সঙ্গে মণীশ শুক্লা খুনে অভিযুক্ত মহম্মদ খুররমের ছবি প্রকাশ করে সম্পর্কের সমীকরণ প্রমাণ করতে চাইছে বিজেপি। এ প্রসঙ্গে নির্মল ঘোষ বলেন, “৫০ বছর রাজনীতি করছি। রাজনীতি করতে গিয়ে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়। অনেকে ছবি তোলার আবদার করে। তাদের মধ্যে বেশিরভাগই অপরিচিত হয়। বোঝা মুশকিল কে ভালো, কে খারাপ। কিন্তু ছবি দেখানো মানেই প্রমাণ হয় না, তার সঙ্গে ব্যক্তিগত ভাবে বা দলীয় ভাবে আমাদের সম্পর্ক রয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেফতার করেছে। তদন্ত চলছে। পুলিশের উপর ভরসা আছে। খুব দ্রুত সত্য উদঘাটন হবে। আইন আইনের পথে চলবে।”

নির্মল ঘোষ ইঙ্গিত দেন, খুররমের বাবার হত্যাকাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছিল মণীশ শুক্লার। সেই আক্রোশ থেকেই এ ঘটনা ঘটতে পারে। আবার একাধিক মামলায় নাম ছিল মণীশের। অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল সে। এরা সব দলই করে। রাজনীতিতে এদের ভরসা ছিল না, বরং অপরাধমূল কাজেই ভরসা করতো মনীশরা। এমনটাও দাবি করেন বর্ষীয়ান তৃণমূল নেতা।

FIR-এ তৃণমূল নেতাদের নাম জড়িয়ে যাওয়া প্রসঙ্গে নির্মল ঘোষ দাবি করেন, “এটা বিজেপির রাজনৈতিক চক্রান্ত। দলীয় অন্তর্দ্বন্দ্ব-এর কারণেও এই খুন ঘটতে পারে। আর রাজনীতির ফায়দা তোলার জন্য তৃণমূলের নেতাদের নামে দোষ চাপাচ্ছে বিজেপি। তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি ও তাদের সাংসদ অর্জুন সিং। এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। তৃণমূল খুনের রাজনীতি করে না। বরং, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং খুনের রাজনীতি আমদানি করেছে। গতবছর লোকসভা ভোটের সময় থেকে এলাকা উত্তপ্ত করে রেখেছে। অশান্তি পাকানোর চেষ্টা করছে। আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। মানুষ এর জবাব দেবে।”

রাজ্য পুলিশ ও CID-এর উপর ভরসা নেই বিজেপির, তাই তারা হাইকোর্টে মণীশ খুনের CBI তদন্তের দাবি জানাবে বলে জানিয়েছেন অর্জুন সিং। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বলেন, “আইনের দরজা সবার জন্য খোলা আছে। কেউ আদালতে যেতেই পারে। তবে আদালত নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন কার খুনের ঘটনায় CBI তদন্ত চাওয়া হচ্ছে। যে খুন হয়েছে তার অতীত নিশ্চয়ই বিবেচনা করবে আদালত। আমরাও প্রকৃত সত্য উদঘাটন হোক এটাই চাই।”

আরও পড়ুন-মণীশ খুনে অর্জুনের কেন এতো লম্ফঝম্ফ? দিলীপের নীরবতা অনেক কিছু বলে দিচ্ছে

spot_img

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২১ মে বুধবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৩৬০ ₹ ৯৩৬০০ ₹খুচরো পাকা সোনা ৯৪০৫ ₹ ৯৪০৫০...

আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে বুধের শুরু, দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে!

সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনে সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি জেলায় জেলায়। সকাল দশটার পর থেকে গরম ক্রমশ বাড়তে থাকে।...

একনাগাড়ে বৃষ্টি- ধসে বিপর্যস্ত উত্তর সিকিম! বিপাকে পর্যটকরা, উদ্ধার কাজে সেনা

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস সত্যি করে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের (Sikkim) বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাত থেকে মুন্সিথাঙে একনাগাড়ে...

কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের দেখা মিলতেই সতর্ক লালবাজার, রিপোর্ট চাইল কেন্দ্র

পহেলগাম হামলা এবং প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর দেশজুড়ে কড়া নিরাপত্তার পাশাপাশি সতর্ক রয়েছে বাংলাও। এই...