বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া ময়দান চত্বর। বিক্ষোভকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চলছে। এর মধ্যেই বিজেপির কর্মী-সমর্থকেরা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। বিজেপির কর্মী-সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে মুহূর্মুহূ ইট বৃষ্টি করা হয়। বোমাও ছোড়া হয় বলে অভিযোগ।

বিজেপির যুব যুব মোর্চার নবান্ন অভিযানের মিছিল হাওড়ার মল্লিক ফটকের কাছে প্রথমে আটকায় পুলিশ। সেখান থেকেই গোলমাল এর সূত্রপাত। পুলিশকে লক্ষ্য করে এই বৃষ্টি শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। তাদের আটকাতে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে হয়। মুহূর্তে রণক্ষেত্র চেহারা নেয় এলাকা।

আরও পড়ুন-নবান্ন অভিযান আটকাতে রঙিন জলের কামান, ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা
