নবান্ন অভিযান আটকাতে রঙিন জলের কামান, ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা

বিজেপির নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ-প্রশাসন। সেইমতো বেলা ১২টা ৪০ নাগাদ সাঁতরাগাছি ব্রিজের উপর মিছিল পৌঁছতেই তার ওপর জলকামান ছোড়ে পুলিশ। জলকামান ব্যবহার করা হয়েছে বেগুনি রং। জলের তোড়ে আটকে যান বিজেপির কর্মী-সমর্থকেরা। মিছিলের নেতৃত্ব দেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর।

এর আগে সাঁতরাগাছি পৌঁছনোর পথের পাশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। যদিও আগে বলা হয়েছিল যে মিছিল শান্তিপূর্ণ হবে। কিন্তু যেখানে যেখানেই বাধা দেয়া হয়েছে সেখানেই মারমুখী হয়ে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

ধুলাগড়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের হাতাহাতি বেধে যায়। পুলিশের বিরুদ্ধে মিছিল আটকাতে লাঠিচার্জের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন-সোনারপুর স্টেশনে ট্রেনে ভাঙচুর-উত্তেজনা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Previous articleমণীশ শুক্লা হত্যাকাণ্ড : বাংলাদেশের বাসিন্দা নাসিরই গোটা অভিযানের পরিকল্পনা করেছিল
Next articleবিজেপির নবান্ন অভিযান: রণক্ষেত্র হাওড়া ময়দান, মিছিলে মিলল আগ্নেয়াস্ত্র