Saturday, August 23, 2025

বিগত কয়েক বছর ধরে পঠনপাঠন চলছে। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খাতায় তা আসলে ‘ভুয়ো’ বিশ্ববিদ্যালয়। দেশ জুড়ে এমনই ২৪টি বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। যার মধ্যে আছে পশ্চিমবঙ্গের ২ বিশ্ববিদ্যালয়।

ইউজিসি-র সচিব রজনীশ জৈন জানান, ‘‘দেশজুড়ে স্ব-স্বীকৃত বেশ কিছু বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠেছে। এই ২৪টি বিশ্ববিদ্যলয় ইউজিসি স্বীকৃতিপ্রাপ্ত নয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির ডিগ্রি দেওয়ার কোনও ক্ষমতা বা অধিকার নেই।’’ পশ্চিমবঙ্গ ছাড়াও এই তালিকায় আছে উত্তরপ্রদেশের ৮টি, দিল্লির ৭টি, ওড়িশার ২টি বিশ্ববিদ্যালয়। কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং পন্ডিচেরিতে একটি করে এমন ভুয়ো বিশ্ববিদ্যালয় আছে। পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয় হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা এবং ইনস্টিটিউশন অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, কলকাতা।

দিল্লির ৭টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে কমার্সিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস বিশ্ববিদ্যালয়, ভোকেশনাল বিশ্ববিদ্যালয়, এডিআর সেন্ট্রিক জুরিডিসিয়াল বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। রৌরকেল্লা নবভারত শিক্ষা পরিষদ এবং নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ওড়িশার এই দুই বিশ্ববিদ্যালয় আছে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায়।

উত্তরপ্রদেশের বারাণসিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়, কানপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রোকমপ্লেক্সল হোমিওপ্যাথি, আলিগড়ের নেতাজি সুভাষচন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি, মথুরার উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, এলাহাবাদের মহিলা গ্রাম বিদ্যাপীঠ এবং গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রতাপগড়ের মহারাণা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয় এবং নয়ডার ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদকে ‘ভুয়ো’ তালিকাভুক্ত করেছে ইউজিসি। পাশাপাশি কর্ণাটকের বাদাগনভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, পন্ডিচেরির শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, অন্ধ্রপ্রদেশের খ্রিস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, নাগপুরের রাজা আরবিক ইউনিভার্সিটি, কেরলের সেন্ট জনস ইউনিভার্সিটিও আছে এই তালিকায়।

আরও পড়ুন:পাহাড় নিয়ে কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রকের ডাকা বৈঠক নিষ্ফল

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version