Thursday, August 28, 2025

চাইবাসা ট্রেজারি মামলায় জামিন পেলেও জেলেই থাকতে হবে লালুকে

Date:

চাইবাসা ট্রেজারি মামলায় জামিন পেলেন পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালুপ্রসাদ যাদব। তবে আপাতত তাঁকে জেল থেকে মুক্ত করা হবে না। কারণ, দুমকা ট্রেজারি মামলায় এখনও জামিন পাননি আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফলে বিহার নির্বাচনের আগে লালুপ্রসাদের জেলমুক্তি ঘটছে না। সেক্ষেত্রে বিহার ভোটে প্রিয় নেতার সান্নিধ্য বা প্রচার পাবেন না আরজেডি প্রার্থীরা।

ঝাড়খণ্ড হাইকোর্টে লালুর জামিনের আর্জি জানিয়ে তাঁর আইনজীবী বলেন, “চাইবাসা ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৫ বছরের জেলের সাজা শোনানো হয়েছে। ইতিমধ্যেই সাজার অর্ধেক মেয়াদ তিনি জেলে কাটিয়েছেন। জেলে থাকাকালীন তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটেছে। উন্নত চিকি‍ৎসা পরিষেবা মিলছে না। ফলে প্রবীণ নেতার স্বাস্থ্যের কথা ভেবে জামিন দেওয়া হোক।”

অন্যদিকে, সরকারি আইনজীবীর পক্ষেও অবশ্য লালুর জামিনের সেভাবে বিরোধিতা করা হয়নি বলেই জানা গোয়েছে। ফলে ঝাড়খণ্ড হাইকোর্টের পক্ষ থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, পশুখাদ্য কেলেঙ্কারি-সহ একাধিক মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হয়ে গত আড়াই বছরের বেশি সময় ধরে জেল খাটছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। প্রবীণ নেতার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে জামিন দেওয়ার আর্জি জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে শুরু করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন আরজেডি নেতা।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version