আজকের দিনে বাক স্বাধীনতার যথেচ্ছ অপব্যবহার হচ্ছে, নিন্দায় সুপ্রিম কোর্ট

বাক স্বাধীনতার নাম করে যা ইচ্ছে তাই করা যায় না। আজকের দিনে বাক স্বাধীনতার যথেচ্ছ অপব্যবহার হয়ে চলেছে। তবলিগি জামাত ইস্যুতে হওয়া মামলায় এই কড়া মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। এই বছরের মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে তবলিগি জামাতের সমাবেশ বা মার্কাজ অনুষ্ঠিত হয়। অভিযোগ ওঠে, ওই জমায়েত থেকেই দেশে বিপুলভাবে ছড়িয়ে পড়ে করোনা সংক্রমণ। যদিও এই বক্তব্য একপেশে ও অসম্পূর্ণ ছিল বলে ইতিমধ্যেই নানা মহলের অভিযোগ। ওই ঘটনা নিয়ে যেভাবে একাংশের মিডিয়ায় তবলিগি জামাতের বিরুদ্ধে খবর পরিবেশন করা হয়েছিল, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে জমিয়তে উলেমা ই হিন্দ। তাদের আর্জি ছিল, একটি নির্দিষ্ট সম্প্রদায় সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত ঘৃণা ছড়ানোর জন্য এইসব মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সেই পিটিশনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেন, আজকের দিনে বাক স্বাধীনতারই অপব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি।

এই মামলায় কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতে হলফনামা দিয়ে বলেছিল, মিডিয়া খারাপভাবে রিপোর্টিং করেনি। প্রধান বিচারপতি সরকারের এই হলফনামারও তীব্র সমালোচনা করেন। বোবদে বলেছেন, সুপ্রিম কোর্টে হলফনামা দেওয়ার জন্য এক জুনিয়ার অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। হলফনামার ভাষাও অত্যন্ত আপত্তিকর। ইচ্ছাকৃতভাবে কয়েকটি বিষয়কে এড়িয়ে যাওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারকে ফের নতুন হলফনামা পেশ করতে হবে। তিন সদস্যের বিচারপতি বেঞ্চের নির্দেশ, এবার হলফনামা পেশের দায়িত্ব দিতে হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবকে। প্রধান বিচারপতি সরকারের মনোভাবের সমালোচনা করে বলেন, আদালতের সঙ্গে এমন আচরণ করা যায় না। আবেদনকারীদের বক্তব্য হলফনামায় এড়িয়ে যাওয়া হয়েছে বলে কেন্দ্রের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতি। তবলিগি জামাতকে আক্রমণ করতে গিয়ে কয়েকটি টিভি চ্যানেল গোটা সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে বিদ্বেষমূলক প্রচার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যমের এই ভূমিকার নিন্দা করেছে শীর্ষ আদালত।

 

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleদুর্গাপূজা সমারোহের বিপদ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালো ডাক্তারদের জয়েন্ট প্লাটফর্ম