Thursday, January 22, 2026

পুজোর ভিড়ে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা,হাসপাতালে আদৌ মিলবে শয্যা ?

Date:

Share post:

পুজোর মুখে ফের বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। আর তাই নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। সেপ্টেম্বরের মাঝামাঝি সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফের পারদ উর্ধ্বমুখী হওয়ায় কপালে ভাঁজ প্রশাসনের। কারণ
পুজোর ভিড় এবং মেলামেশার ফলে আরও বাড়তে পারে করোনা। যার ফলে পুজোর পর হাসপাতালে রোগীদের শয্যা পাওয়াটাই দুষ্কর হয়ে উঠবে ।
এতদিনে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে যে, সামাজিক দূরত্ব বিধি না মানতে পারলে ভিড় থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। দর্শনার্থীরা যখন প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাবেন, উৎসবে মেতে উঠবেন, তখন সবার অলক্ষ্যে সংক্রমণের হার যে লাফিয়ে লাফিয়ে বাড়বে । এই বিষয়ে ইতিমধ্যেই সর্তকতা জারি করেছে রাজ্য প্রশাসন । মুখ্যমন্ত্রী প্রত্যেকটি জেলাশাসক কে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তবুও হাসপাতালের শয্যা পাওয়াটা যে লটারি পাওয়ার সমান হয়ে উঠবে তা বলাই বাহুল্য।
শনিবার জেলাশাসকদের সঙ্গে ভিডিও বৈঠকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
প্রসঙ্গত, শনিবারের বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা এ যাবৎ সর্বাধিক। এ ছাড়া, প্রতি দিনের কেস পজিটিভিটির হারে কেন্দ্রকে ছাপিয়ে গিয়েছে রাজ্য। সারা দেশে প্রতি দিন নমুনা পরীক্ষার সংখ্যার নিরিখে আক্রান্তের হার ৬.২৯ শতাংশ। সেই মাপকাঠিতে আট শতাংশের গণ্ডি (শুক্রবার ৮.৪০ শতাংশ, শনিবার ৮.৩৭ শতাংশ) পেরিয়ে গিয়েছে বাংলা।
এই আবহে মুখ্যসচিব জেলাশাসকদের জানিয়েছেন, পুজোর পরে হঠাৎ বেড়ে যেতে পারে করোনা-আক্রান্তের সংখ্যা। সেই কারণে প্রতি জেলায় সেফ হোম এবং কোভিড শয্যার সংখ্যা দ্রুত বাড়াতে হবে।। অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা, ভেন্টিলেটর, ওষুধপত্র দ্রুত কেনার ব্যাপারেও জোর দেওয়া হয়েছে। মণ্ডপে যাতে মাস্ক ছাড়া কেউ না-আসেন, প্যান্ডেল যাতে খোলামেলা হয়, স্যানিটাইজার রাখা হয়, তা নিশ্চিত করতেও বলা হয়েছে।
রাজ্যে কেস পজিটিভিটির হার ইতিমধ্যেই চিন্তায় ফেলেছে  চিকিৎসক মহলকে।আইএমএ’র রাজ্য শাখাও স্বাস্থ্যসচিবের কাছে পরীক্ষার সংখ্যাবৃদ্ধির আর্জি জানিয়েছে।

spot_img

Related articles

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...

ব্যাট হাতে অভিষেক ঝড়, কাপ মহড়ার প্রথম ম্যাচেই সহজ জয়

টি২০বিশ্বকাপের চূড়ান্ত মহড়াটা ভালোভাবেই করল ভারতীয় দল(India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারত। ব্যাটিং...