Tuesday, January 13, 2026

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি

Date:

Share post:

রাজ্যে ক্রমশই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। রবিবার সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৬১২ জন। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোভিড-আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি।

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোয় সাধারণ মানুষকে সমস্ত কোভিড স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হয়েছে। তবে পুজোর সময় সংক্রমিতের সংখ্যা বাড়তে পারে বলতে আশঙ্কা করছে চিকিৎসকেরা।

রবিবার সংক্রমণের হার বাড়লেও এ দিন কমেছে সুস্থতার হার। পাশাপাশি, ভাইরাস সংক্রমণের জেরে এক দিনে মৃত্যুর সংখ্যা কমলেও তা রাজ্য স্বাস্থ্য দফতরকে স্বস্তিতে দেওয়ার মতো নয়। স্বাস্থ্য দফতরের প্রকাশিত রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬১২ জন। চলতি বছরের ১৭ মার্চ পশ্চিমবঙ্গে প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়া যায়। তার পর থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও গত বৃহস্পতিবারের আগে কখনই তা সাড়ে তিন হাজারের গণ্ডি পেরোয়নি। গত বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৫২৬জন। শুক্রবার সেই সংখ্যাকেও ছাপিয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৫৭৩-এ। শনিবার তা বেড়ে পৌঁছয় ৩ হাজার ৫৯১-তে। এ দিন দেখা গিয়েছে আগেকার যাবতীয় রেকর্ড ভেঙেছে দৈনিক আক্রান্তের পরিসংখ্যান। সব মিলিয়ে এ রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ২ লক্ষ ৯৪ হাজার ৮০৬-এ।

আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি রাজ্যে বাড়ছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গোটা রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা মোট ২ লক্ষ ৫৮ হাজার ৯৪৮ জন। ফলে এই মুহূর্তে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০ হাজার ২৩৬।

আরও পড়ুন-আসন্ন শীতে বহুগুণ বাড়বে করোনা- সংক্রমণ, আশঙ্কা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে রুখে দাঁড়ান: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...