Saturday, November 1, 2025

‘গান্ধী হত্যাকারী গডসে মাউন্টব্যাটেনের এজেন্ট’, একি বললেন বিজেপি সাংসদ!

Date:

গান্ধী ও গডসে বিতর্ক ভারতের মাটিতে চিরকালই অন্য মাত্রা পেয়েছে। অ-কংগ্রেসি হিন্দুত্ববাদী দলগুলি গডসেকে ব্যাখ্যা করেন একজন স্বাধীনতা সংগ্রামী ও রিয়েল হিরো হিসেবে। অন্যদিকে দেশের বেশিরভাগ মুক্তচিন্তার মানুষের কাছে গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে একজন হিন্দুত্ববাদী নেতা ও ইতিহাসের কালো অধ্যায় ছাড়া আর কিছুই নয়। সাম্প্রতিক বিজেপি সরকারের আমলে এই বিতর্ক আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। গডসেকে ‘দেশভক্ত’ প্রমাণ করতে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর প্রচার। এমনই পরিস্থিতির মাঝে এবার সোশ্যাল মিডিয়ায় গান্ধী ও গডসে নিয়ে এক বিতর্কে গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে পরাধীন ভারতের তৎকালীন শাসক মাউন্টব্যাটেনের ‘এজেন্ট’ হিসেবে উল্লেখ করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। বিজেপি সংসদের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বেশ চাপে পড়ল হিন্দুত্ববাদী সংগঠনগুলির।

২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছিল গান্ধী ও গডসেকে নিয়ে। এরপর গত রবিবার ফের একবার এই বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে টুইটারে। টুইটে এক ব্যক্তি দাবি করেন, ‘গান্ধী নয় ভারতের আসল হিরো হলেন নাথুরাম গডসে। তিনি জানতেন গান্ধীজী হিন্দুত্বের পক্ষে নন। ফলে হিন্দুত্ব ও ভারতবর্ষকে বাঁচাতে গান্ধীকে হত্যা করা ছাড়া গডসের কাছে অন্য কোনও রাস্তা ছিল না।’ আরও দাবি করা হয়, ‘গান্ধী ভালো মানুষ ছিলেন। কিন্তু গডসে ছিলেন ভগবান।’ এই মন্তব্যের প্রত্যুত্তরে অন্য এক ব্যক্তি লেখেন, ‘আপনি যা লিখেছেন তা কি ভেবে চিন্তে লিখেছেন? আপনি একজন খুনির প্রশংসা করছেন। যিনি গান্ধীজীর মত একজন মহান ব্যক্তিত্ব কে হত্যা করেছিলেন। আপনাদের মত বন্ধু থাকলে ভারতের আর শত্রুর দরকার নেই। আপনি তো এবার লিংকন হত্যাকারীর পক্ষেও সওয়াল করবেন।’

আরও পড়ুন: কংগ্রেস মুখপাত্র অভিনেত্রী খুশবু এবার চললেন বিজেপিতে

টুইটারে গোটা বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মাঝেই বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। ওই বিতর্কে অংশ নিয়ে গডসের বিরোধিতা করে স্বামী লেখেন, ‘গান্ধীকে হত্যা করে গডসে নেহেরু হাতই শক্ত করেছিল। যিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলকে ঘটনাটির জন্য দায়ী করেছিলেন। সর্দার প্যাটেল আরএসএসকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেন এবং তিনি হিন্দুত্বকে অবমাননাও করেছিলেন। ফলে গডসে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মাউন্টব্যাটেনের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছিলেন। তিনি যেনতেন প্রকারেণ গান্ধীজীকে নিয়ন্ত্রণ করে কংগ্রেস দলটিকে বিলুপ্ত হয়ে যাওয়ার থেকে রক্ষা করেছিলেন।’

Related articles

মিলেছে পরিশ্রমের ফল, UPSC পরীক্ষায় দেশের মধ্যে সপ্তদশ স্থান অধিকার রায়গঞ্জের মনীষার

ইউপিএসসি (UPSC) পরিচালিত জিওফিজিসিস্ট পরীক্ষায় সারা দেশে সপ্তদশ স্থান অর্জন করে সকলের নজর কেড়েছেন রায়গঞ্জের কলেজপাড়ার মেয়ে মনীষা...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

প্রকাশ্যে BLO-দের হুমকি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

নির্বাচন প্রক্রিয়ার আগে বাংলার মানুষকে এসআইআর দিয়ে ভয় দেখানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন।...

ভারতের শক্তি ব্যাটিং, দুর্বলতা ফিল্ডিংয়ে, পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও

আগামীকাল মহিলাদের একদিনের বিশ্বকাপের মেগা ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি দুই দলের সামনে। শক্তির নিরিখে এগিয়ে কারা? তুলে...
Exit mobile version