Wednesday, May 7, 2025

মুখ্যমন্ত্রীর বারংবার নির্দেশ সত্ত্বেও সারছে না রেফার-রোগ। এবার বলি এক বছরের শিশু। বর্ধমানের ওই শিশুটির জন্মের পরেই পিঠে টিউমার ধরা পড়ে। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কন্যাসন্তানকে নিয়ে কলকাতায় চলে আসেন তার বাবা-মা। বর্ধমানের বাসিন্দা ওই দম্পতির অভিযোগ, প্রথমে  এনআরএস যান তারা কিন্তু সেখানে বেড নেই বলে অন্য জায়গায় নিয়ে যেতে বলা হয়। এরপর এসএসকেএম হাসপাতালেও বেড খালি নেই বলে ভর্তি নিতে অস্বীকার করা হয়। বেড পাওয়ার আশায় গত সাতদিন শিশুসন্তানকে নিয়ে এসএসকেএম হাসপাতালের চত্বরেই ছিলেন ওই দম্পতি। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মৃত্যু হয় শিশুকন্যাটির। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন সন্তানহারা দম্পতি।

জন্মের পর টিউমার ধরা পড়ে সমীর সর্দার নামে যুবকের শিশুকন্যার। প্রথমে বর্ধমানে গ্রামীণ হাসপাতালে চিকিৎসা শুরু হয়। গত কয়েক দিনে টিউমারটি বড় হতে থাকায় বর্ধমানের সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসকেরা শিশুটিকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুটিকে দেখার পর, কয়েকটি পরীক্ষা করার নির্দেশ দেন। অভিযোগ, পরীক্ষা করানোর পর,  ভর্তি না নিয়ে রেফার করে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে।
চিকিৎসকেরা শিশুটিকে দেখেন। কিন্তু অভিযোগ, বেড নেই বলে তাদের অন্য কোথাও দেখানোর কথা ডলা হয়। বেড পাওয়ার আশায় সাতদিন হাসপাতাল চত্বরেই ছিলেন ওই দম্পতি।

সোমবার দুপুরে জ্ঞান হারায় শিশুটি। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তাঁরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন ওই দম্পতি। চিকিৎসকদের শাস্তির দাবিও জানিয়েছে মৃত শিশুর পরিবার।

আরও পড়ুন-রাজ্যজুড়ে শুরু তিনদিনের ট্রাক ধর্মঘট, বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version