দলিত মুখ্যমন্ত্রী, মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী, ডিসেম্বরে রাজনৈতিক দল পীরজাদা আব্বাস সিদ্দিকির

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে একুশের বিধানসভা নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি।

সেই জল্পনার অবসান ঘটিয়ে রবিবার ভাঙড়ে এক বড়সড় জনসভায় আব্বাস সিদ্দিকি জানালেন, চলতি বছরের ডিসেম্বর মাসেই তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দল ঘোষণা করতে চলেছেন।

এদিন ভাঙড়ের চণ্ডীপুর ফুটবল ময়দানের জনসভায় দু’টি বড় ঘোষণাও করেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। তিনি বলেছেন, ‘”আগামী নির্বাচনে রাজ্যে যদি তাঁর দল ক্ষমতায় আসে তাহলে দলিত অথবা আদিবাসী সম্প্রদায় থেকেই কেউ মুখ্যমন্ত্রী হবেন। এবং মুসলিম সম্প্রদায় থেকেই যোগ্যতম মুসলিম জনপ্রতিনিধিকেই স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে।’”

আব্বাস সিদ্দিকির এই ঘোষণাতেই স্পষ্ট হয়েছে, একুশের নির্বাচনে অংশ নেবে ফুরফুরা শরিফের এই পীরজাদার দল।
আব্বাস সিদ্দিকি এদিন ঘোষণা করেছেন, নতুন এই রাজনৈতিক দল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ উত্তরবঙ্গের জেলাগুলির বেশ কিছু আসনে তাঁরা প্রার্থী দেবেন। এদিন আব্বাস সিদ্দিকি বলেছেন, “ডিসেম্বর মাসে নতুন দল ঘোষণা করা হবে। আর জানুয়ারি মাসে জীবনতলায় লক্ষাধিক মানুষের উপস্থিতে সভা হবে।”

আরও পড়ুন- দিল্লির এক মহিলাকে ভালোবাসতেন অমিতাভ, অধীর আগ্রহে অপেক্ষাও করতেন

Previous article‘দিল্লি জয়’ করে লীগের ফার্স্ট বয় মুম্বই
Next articleব্রেকফাস্ট নিউজ