Thursday, November 6, 2025

অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বাতিল পূর্বনির্ধারিত সমস্ত কর্মসূচি

Date:

হঠাৎ অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আপাতত তিনি নিউটাউনের বাড়িতে বিশ্রামে আছেন। এদিন তাঁর একাধিক কর্মসূচি থাকলেও, তা বাতিল করে দিয়েছেন দিলীপবাবু। বিজেপি সূত্রে খবর, শুধু সোমবার নয়, আগামী কয়েকদিনে রাজ্য সভাপতির পূর্ব নির্ধারিত সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, আজ সোমবার বিজয়া রাজে সিন্ধিয়ার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল সভা ছিল সকাল ১১টা থেকে। সেখানে ভিডিও কনফারেন্সে হাজির থাকার কথা ছিল দিলীপ ঘোষের। কিন্তু অসুস্থতা বোধ করায় প্রধানমন্ত্রীর সভাতেও ছিলেন না তিনি।

এরপর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে রাজ্য বিজেপি সদর দফতর ৬, মুরলিধর সেন লেনে সাংবাদিক বৈঠক ডেকে ছিলেন। কিন্তু শেষ পর্যন্তও সেটাও বাতিল হয়ে যায়। যদিও তাঁর ঠিক কী হয়েছে বা ঠিক কী কারণে তিনি অসুস্থ তা এখনও দলের তরফে স্পষ্ট করে জানানো হয়নি।

উল্লেখ্য, গত কয়েক মাসে করোনা আবহে লকডাউন পর্ব ও আমফান বিধ্বস্ত বাংলায় একের পর এক রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন দিলীপ ঘোষ। দিল্লিতে গিয়ে শীর্ষ নেতৃত্বের একাধিক বৈঠকে যোগদান করেছেন রাজ্য বিজেপি সভাপতি। সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। শুধু দলীয় কর্মসূচি নয়, দিল্লিতে গিয়ে সংসদের বর্ষাকালীন অধিবেশনেও যোগ দিয়েছেন দিলীপ ঘোষ। ফিরে দলীয় কর্মসূচী করেছেন। এদিনও তার বেশকিছু কর্মসূচি ছিল। সব মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করছিলেন তিনি। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আপাতত সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করা হয়েছে দিলীপ ঘোষের।

আরও পড়ুন-রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version