Saturday, January 17, 2026

চুক্তি সম্পন্ন, লাল-হলুদ জার্সিতে ময়দান কাঁপাতে তৈরি অস্ট্রেলিয় ডিফেন্ডার নেভিল

Date:

Share post:

আনুষ্ঠানিকভাবে সম্প্রতি প্রেসবিজ্ঞপ্তি করে জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছরে আইএসএলের আঙিনায় পা রাখছে ইস্টবেঙ্গল। এরই মাঝে এবার দ্বিতীয় চমকটি এল ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য। বহু প্রতীক্ষিত অস্ট্রেলিয়ান ডিফেন্ডার স্কট নেভিল অবশেষে সই করলেন ইস্টবেঙ্গলে। অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল ব্রিসবেন রোয়ার থেকে এক মরশুমের জন্য তিনি এলেন ইস্টবেঙ্গলে। জানা গিয়েছে ৬ ফুট ২ ইঞ্চির এই ফুটবলার মূলত খেলেন রাইট ব্যাকে, পাশাপাশি সেন্টার ব্যাকেও রীতিমতো স্বচ্ছন্দ তিনি।

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলীয় ফুটবলার স্কট নেভিল বলেন, ‘ভারত আমার কাছে এক নতুন চ্যালেঞ্জের জায়গা। লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামতে আমি মুখিয়ে রয়েছি। আমি এটাও জানি লাল-হলুদ সমর্থকদের অনেক প্রত্যাশা রয়েছে আমার উপর। সেহেতু আমি ইস্টবেঙ্গল সমর্থকদের কথা দিচ্ছি, ক্লাবকে সাফল্য এনে দেওয়ার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখব না।’ তথ্য অনুযায়ী, ২০১৯-২০ মরসুমে রবি ফাওলারের কোচিংয়ে ব্রিসবেন রোয়ারে খেলেন নেভিল। সেখানে দলকে প্লে-অফে তুলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ফুটবলার। ব্রিসবেন রোয়ারের হয়ে শেষ পঁচিশটি ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স ছিল তাঁর।

আরও পড়ুন: বিতর্ক উস্কে মাঠের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন দুই ক্রিকেটার

শুধু তাই নয়, সূত্র মারফত জানা যাচ্ছে এশিয়া কোটায় নেভিল ছাড়াও ফাওলারের মাধ্যমে আরও অন্তত দুজন ‘এ’ লিগের ফুটবলার সই করতে পারেন ইস্টবেঙ্গলে। পাশাপাশি প্রিমিয়ার লিগে খেলার জন্য ৩ জন ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি প্রায় চূড়ান্ত অবস্থার মধ্যে রয়েছে। অনুমান করা হচ্ছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশনের কর্তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন ৪ থেকে ৫ জন বিদেশি প্লেয়ারের নাম।

spot_img

Related articles

কেমন যাবে আপনার আজকের দিনটি…

মেষ: কাজের সন্ধানে বিদেশ বা দূরস্থানে যোগাযোগের সম্ভাবনা। আর্থিক উন্নতি আশা। তবে দূরে যাতায়াতে সতর্ক থাকুন। বৃষ: সৃজনশীলদের জন্য...

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...