Monday, May 19, 2025

অতিমারির বিধি মেনে লন্ডনে ‘আদিশক্তি’র আয়োজন

Date:

Share post:

সুমনা আদক

অতিমারির মধ্যে এমন থমকে যাওয়া সময়ে, প্রকৃতির সাথে শারদীয় মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মায়াবী কণ্ঠে আগমনী সুর জানান দেয় “মা আসছেন “। দেখতে দেখতে সময়ের মুহূর্তগুলো কেমন ডুব দেয় শারদ আনন্দে, দিনে দিনে শারদীয়ার রেশটাই বাংলা তথা ভারতের সীমানা ছাড়িয়ে, পৌঁছে যায় বিশ্বের কোণায় কোণায়।

2020 উলটপুরানে কলকাতার পাশাপাশি ব্রিটেনেও এবারের দুর্গাপুজোর হুজুগটা অনেকটা কম। বার্মিংহাম, ক্রেম্ব্রিজ,কার্ডিফ, গ্লাসগো, এডিনবার্গের পুজো বন্ধের খবরটা ইউনাইটেড কিংডমের অনেক বাঙালিরই প্রায় স্বপ্নভঙ্গ বলা চলে। প্রবাসে এমন বিষণ্ণ সময়ে দাঁড়িয়েও এবারের শারদীয়ার রেশটা ধরে রাখলো লন্ডনের ‘আদি শক্তি ‘-র উদ্যোক্তারা।

সময়টা 2017 লন্ডনের কিছু তরুণ বাঙালির উদ্যোগে হেয়ারফিল্ড অ্যাকাডেমিতে এক গারবা সন্ধেয় প্রতিষ্ঠা পেয়েছিল ‘আদিশক্তি উমা ‘; তৈরী হল কমিটি। ‘আদি শক্তি’ র সূচনার মুহূর্তটা পুজো উদ্যোক্তাদের স্মৃতির পাতায় এখন সতেজ। শুরু হল পথচলা।

ওয়েস্ট ড্রেটন কমিউনিটি সেন্টারএ এবছর উমার আগমন জানান দেয় বাঙালির সবথেকে বড় কার্নিভাল যেকোনো অশুভ শক্তিকে উপেক্ষা করতে পারে নিমেষেই। কিন্তু করোনা আবহে সরকারি নির্দেশিকা বজায় রেখেই পুজো কমিটির সদস্যরা মণ্ডপে জন সমাবেশের দিকটায় বাধ্যতামূলক পদক্ষেপ নিয়েছে এবারে। ষষ্ঠীর বোধন হয়ে অষ্টমীর অঞ্জলি, সন্ধিপুজোর সমাপ্তির পরে কুমারী মায়ের বরণ সবশেষে দশমীতে সিঁদুরে রাঙা হয়ে প্রবাসের বাঙালিরা মেতে ওঠেন এই পূজাপ্রাঙ্গনে। এবারেও তাই থাকবে শুধু মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে।

প্রতিবারই সাবেকিয়ানায় মোড়া একটুকরো কলকাতা ভেসে ওঠে লন্ডনের “আদিশক্তির ” পুজোতে।
সাংস্কৃতিক অনুষ্ঠান একেবারেই ব্রাত্য নয়। এখানে তবে এবারের বেশিরভাগ অনুষ্ঠানই হবে অনলাইনে, তা যাই হোক সঙ্কটকালে সেটাই বা কম কিসের। 2020 সংকটকালে পুজো উদ্যোক্তারা লন্ডনের দুস্থ অসহায় সেবাপ্রতিষ্ঠানে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবছর তাঁরা উদ্যোগ নিয়েছেন নিজেরাই খাবার তৈরি করে বিভিন্ন চার্চ, হোমকেয়ার নানাবিধ সেবাপ্রতিষ্ঠানে পৌঁছে দেবেন।

আরও পড়ুন- চাপে পড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল মণীশ, প্রকৃত অপরাধীরা সামনে আসবেই: ফিরহাদ

লন্ডনের একাধিক দুর্গা পুজো কমিটির মধ্যে “আদিশক্তি ” সত্যিই একটু আলাদা। ভারতীয় সব ধর্মের সব বর্ণের মানুষকে একসাথে নিয়ে চলাই এই পুজোকমিটির প্রধান উদ্দেশ্য। পুজোকর্তা পার্থ চৌধুরী বলেন, শক্তির আরাধনা আমরা সবাই করি তাই মা দুর্গা শুধু বাঙালির কেন হবে, মা সবার তাই আদিশক্তির পুজো হল সবার পুজো এবং মানবতার পুজো। সত্যি, এখানকার ছবিটাও সেকথাই বলে তাই এমন অস্থির সময়েও সাগর পারে বাঙালিদের শারদোৎসবের সার্থকতা চিরন্তন।

আরও পড়ুন- কোভিড আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনাল্ডো

 

spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...