Wednesday, January 7, 2026

করোনার জের, বেলুড় মঠের পুজোয় সাধারণের প্রবেশ নিষেধ, ভরসা অনলাইন

Date:

Share post:

বাড়তে থাকা করোনা পরিস্থিতি বিশ্ব তথা গোটা দেশে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। এদিকে মহামারির আবহেই মাঝে সেজে উঠছে উৎসবমুখর মহানগর। অবশ্য নিরাপত্তা বিধি বজায় রেখে পুজোর আয়োজন শুরু করে দিয়েছেন শহরের পুজো কর্তারা। এসব কিছুর মাঝেই এবার নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে কড়া পদক্ষেপ নিল বেলুড় মঠ কর্তৃপক্ষ। এবারের দুর্গাপুজোয় বেলুড় মঠে আমজনতার শামিল হওয়ার সুযোগ থাকছে না। বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, সশরীরে নয় মঠের পুজো দেখতে হবে https://belurmath.org/ এই ওয়েবসাইটে।

প্রসঙ্গত ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ প্রথম বেলুড়মঠে দুর্গাপুজো করেন। স্বামীজির আমন্ত্রণে মা সারদা দেবী স্বয়ং এই পুজোয় অংশ গ্রহণ করেছিলেন। ঐতিহ্যের এই দুর্গাপুজোয় অংশ নিতে লক্ষাধিক মানুষের ঢল নামে প্রতি বছর। কিন্ত এ বছর করোনার সংক্রমণের জেরে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে । শুধু তাই নয়, একটি সূত্র মারফত জানা গিয়েছে অন্যান্যবারের মতো পুজোর রীতিনীতিতে খুব বিশেষ পরিবর্তন আনা হচ্ছে না। তবে কুমারী পূজার দিন প্রতিবছর রীতি মেনে সন্ন্যাসীরা কোলে করে নিয়ে আসে কুমারীকে। এবার অবশ্য মহামারি পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে কুমারীকে নিয়ে আসার ঝুঁকি নিচ্ছেন না সন্ন্যাসীরা। পরিবর্তে কুমারিকা পূজা স্থলে নিয়ে আসবেন কুমারীর বাড়ির লোকজন।

বেলুড় মঠ সূত্রে জানানো হয়েছে, অন্যান্যবারের মতো পূজার সমস্ত রীতিনীতি সম্পূর্ণরূপে পালন করা হবে। সাধারণ মানুষ প্রবেশাধিকার না পেলেও বেলুড় মঠের ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে পঞ্চমীতে সন্ধ্যারতি, ষষ্ঠীতে বোধন, কল্পারম্ভ, আমন্ত্রণ, দেবীর অধিবাস, সপ্তমী, অষ্টমীর কুমারী পুজো, নবমীতে সন্ধিপুজো, দশমীর বিসর্জন।

আরও পড়ুন: আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে ওয়েব মিররে “কলকাতা শ্রী” উদ্বোধন

spot_img

Related articles

কোহলির সোয়েটারে ‘অনুষ্কা’ প্রেম! বিরুস্কা কেমিস্ট্রিতে মজে নেটপাড়া

তাঁরা যেন একে অন্যের জন্যও তৈরি, বিচ্ছেদ আর সম্পর্ক ভাঙ্গনের দুনিয়ায় 'হ্যাপিলি ম্যারিড' বিরাট কোহলি - অনুষ্কা শর্মা...

রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো: গৌতম-অসিতকে সঙ্গে নিয়ে ‘ফ্যাশন শোয়ের মাস্টার’-কে ধুয়ে দিলেন অভিষেক

"এখানে তৃণমূল, বিজেপি কীসের। রাজনীতি করা মানে তো মানুষের পাশে দাঁড়ানো। যাঁরা আপনাকে জিতিয়েছে তাঁদের প্রতি আপনাদের দায়িত্ব,...

বেতনবৃদ্ধিসহ ৮দফা দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

১৬ দিন কর্মবিরতির পর এবার স্বাস্থ্যভবন অভিযান আশাকর্মীদের! যার জেরে বুধবার কার্যত ধুন্ধুমার পরিস্থিতি স্বাস্থ্যভবন চত্বরে। অভিযান শুরু...

মঙ্গলের মাটিতে অষ্টম আশ্চর্য! অনন্য আবিষ্কার বিজ্ঞানীদের

মঙ্গলের মাটিতে অষ্টম আশ্চর্যের হদিশ পেলেন মহাকাশ বিজ্ঞানীরা। যত দিন যাচ্ছে, লাল গ্রহের বিস্ময় ক্রমশই প্রকাশ পাচ্ছে। এই...