Wednesday, January 14, 2026

বাড়ির অমতে সম্পর্ক, মৃত প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে আত্মঘাতী যুবক

Date:

Share post:

বাড়ি থেকে মেনে নেয়নি যুগলের সম্পর্ক। সেই ক্ষোভে দিনকয়েক আগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিল একাদশ শ্রেণীর এক ছাত্রী। মৃত প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল তার প্রেমিক। ওই কিশোরীর মৃত্যুর জন্য মারধর করা হয় ওই যুবককে। এমনকী এই মৃত্যুর জন্য ওই ছাত্রকে কাঠগড়ায় তোলা হয়। তাঁর দিকেই অভিযোগ তোলে মৃতার পরিবার। এবার আত্মঘাতী হলেন সেই প্রেমিক যুবক।

ঘটনা পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত রায়পুর এলাকার। মৃত যুবকের নাম অনিমেষ বাগ। প্রেমিকার মৃত্যুর পর মাসির বাড়িতে ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। অনিমেষের বাবার অভিযোগ, প্রেমিকার মৃত্যুর পর তার পরিবার মানসিক চাপ দিচ্ছিল। সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। পাশাপাশি এই ঘটনার জন্য ওই যুবককে দায়ী করে মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নাদনঘাট থানার অন্তর্গত চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। আত্মঘাতী যুবকের পরিবারের দাবি, তাদের ছেলের সঙ্গে একাদশ শ্রেণীর সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটির পরিবার এই সম্পর্ক মেনে না নিতে পেরে মেয়েটির ওপর অত্যাচার করতে থাকে। সেই অত্যাচারের জেরেই মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। মেয়ের মৃত্যুর পরই ওই যুবককে দায়ী করে মৃতার পরিবার। সেই চাপ সহ্য না করতে পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এই যুবক।

আরও পড়ুন:বেলঘাটায় ভয়ঙ্কর বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবের ছাদ! তারপর?

spot_img

Related articles

মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার গর্ব বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

থাইল্যান্ডে রেল দুর্ঘটনা, ক্রেন ভেঙে লাইনচ্যুত ট্রেন! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

থাইল্যান্ডে বুধবার নির্মীয়মান হাই-স্পিড রেল লাইনের একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত...

হায়দরাবাদের জনবহুল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ!

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদের কুকাটপল্লির রাজীব গান্ধী নগর। মঙ্গলবার রাতে একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের...

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...