চেন্নাই সুপার কিংস – ১৬৭/৬

সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪৭/৮
২০ রানে জয়ী চেন্নাই সুপার কিংস

অবশেষে জয়ে ফিরল ধোনির সুপার কিংস। টানা ২ ম্যাচ হেরে মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস।

এদিন টসে জিতে মাহি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। স্যাম কারণ (৩১), ওয়াটসন (৪২) এবং রাইডুর ৪১ হারে ভর করে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৬৮ রানের টার্গেট দেয়। ক্যাপ্টেন কুলের ১৩ বলে ২১ রানের ছোট্ট ইনিংসও ছিল দেখার মতো।

১৬৮ রান তাড়া করতে নেমে শুরুতে ওয়াটসনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। সেখান থেকে দলের হাল ধরে জনি বেয়ারস্ট (২৩) এবং কেন উইলিয়ামসন (৫৭)। তবে দলের স্কোর ১২৬ রানের মাথায় উইলিয়ামসন আউট হতেই হায়দ্রাবাদের জয়ের আশা কমতে থাকে। অবশেষ ওয়াটসনবাহিনী ১৪৭ রান ইনিংস শেষ হয়ে যায়। এদিনের জয়ে চেন্নাই হায়দ্রাবাদের সঙ্গে সমপরিমাণ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে উঠে আসে।

আরও পড়ুন- বাঘ কেন গো মাংস খাবে? গুয়াহাটি চিড়িয়াখানার সামনে প্রতিবাদ বিজেপি নেতার
