Friday, December 19, 2025

মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের অশ্লীল মন্তব্য, মহিলা কমিশনে সদলে মহিলারা

Date:

Share post:

অসাংবিধানিক, অশালীন মন্তব্য। অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে। আর তার জেরে এবার যূথবদ্ধ হয়ে মহিলা কমিশনে গেলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মহিলারা।

গত ২ অক্টোবর বিতর্কিত ট্যুইট করেন রাজ্যপাল। লেখেন ‘রাজ্যপাল হিসাবে আমি হট সিটে বসে রয়েছি। কিন্তু কোনও লাইফ লাইন নেই। আমি মহানায়ককে অনুরোধ করব এই মুহূর্তটা ‘লক’ করতে। মমতাজির মমতা পেতে চাই।’

৬৭জন মহিলা বিভিন্ন ক্ষেত্রে তাঁরা প্রতিষ্ঠিত। তাঁরাই এবার স্বাক্ষর করে চিঠি পাঠালেন মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে। তাঁদের বক্তব্য বাংলার কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি আছে। দীর্ঘদিন ধরে মানুষ তা চোখের মণির মতো রক্ষা করছেন। কিন্তু রাজ্যপালের মতো সম্মানীয় পদে থেকে যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, তা বেনজির, ব্যতিক্রমী এবং বাংলায় প্রথম। একজন মহিলা এবং মুখ্যমন্ত্রীকে জড়িয়ে যে এরকম মন্তব্য করা যায় আমরা তা ভাবতেই পারি না। এটা বাংলার মহিলাদের পক্ষে অপমানের বিষয়।

আরও পড়ুন- ভয়াবহ: মৃতদেহ রাখার বাক্সে অসুস্থ বৃদ্ধকে ঢুকিয়ে মৃত্যুর অপেক্ষা পরিজনের

এই বিষয় নিয়ে গত ৭ অক্টোবর মহিলা কমিশনে অভিযোগ করেন জনৈক সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। এবার একসঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৬৭জন মহিলা। অভিযোগকারীদের দাবি, মহিলা কমিশনের পক্ষ থেকে অবিলম্বে বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হোক এবং রাজ্যপালের মতো পদে থেকে এ ধরণের অশ্লীল মন্তব্যের জবাব চাওয়া হোক, পদক্ষেপ করা হোক। মহিলা কলিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি দেখছেন।

spot_img

Related articles

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...

দ্বিতীয় বৈঠকেও কাটল না চিংড়িঘাটার মেট্রো জট

দ্বিতীয় বৈঠকের পরেও চিংড়িঘাটা মেট্রো জটিলতায় মিলল না কোনও সমাধান সূত্র। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে...

লোকপালের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, মহুয়ার বিরুদ্ধে CBI চার্জশিটের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় (Cash for query) চার সপ্তাহের মধ্যে সিবিআই চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল...