Monday, August 25, 2025

চিনা ফৌজকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন জিনপিং, কীসের ইঙ্গিত?

Date:

লাল ফৌজকে যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে বললেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর এই নির্দেশ ঘিরে আন্তর্জাতিক মহলের প্রশ্ন, আগ বাড়িয়ে কার বিরুদ্ধে যুদ্ধ করতে নামবে চিন? প্রতিপক্ষ কি ভারত, নাকি আমেরিকা সহ অন্য কোনও শক্তি? করোনা বিশ্ব মহামারী তৈরির পর থেকেই আগ্রাসনের নীতি নিয়ে চলা চিনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ দুনিয়ার বহু দেশ। লাদাখ সীমান্ত সংঘাত তৈরির পর চিনকে বিঁধে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ। আগ্রাসী মনোভাবের জন্য বিশ্বজুড়েই শত্রু বাড়ছে বেজিংয়ের। এই আবহে এবার চিনা সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলে উপমহাদেশে আরও উত্তেজনা বাড়ালেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই।

চিনা সংবাদ সংস্থা ঝিংহুয়াকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার গুয়াংডং-এর সামরিক ঘাঁটি পরিদর্শনে যান। সেখানে তিনি লাল ফৌজের উদ্দেশে বলেন, নিজেদের মন ও জীবনীশক্তিকে তুঙ্গে রেখে এখন থেকেই যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ সতর্কতা জারি রাখতে হবে সেনাবাহিনীকে। পিপলস লিবারেশন আর্মি ও নৌবাহিনীর উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, দায়বদ্ধতা, বিশ্বাসযোগ্যতা ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করতে হবে। একইসঙ্গে তিনি বিভিন্ন জায়গায় সেনা পরিকাঠামো নির্মাণ দ্রুত শেষ করার উপর জোর দিয়েছেন। চিনা প্রেসিডেন্ট যুদ্ধ প্রস্তুতির কথা বললেও তার লক্ষ্য নির্দিষ্টভাবে ভারত কিনা, তা এখনও স্পষ্ট নয়। অনেকেই বলেছেন, চিনের এখন একাধিক শত্রু। তাই যুদ্ধের প্রস্তুতি ভারত নাকি আমেরিকা নাকি দক্ষিণ চিন সাগর বিতর্কে চ্যালেঞ্জ জানানো অন্য কোনও দেশ, তা বুঝতে আরও পর্যবেক্ষণ দরকার। যদিও চিনের একতরফা চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে যে কোনও মূল্যে সীমান্ত রক্ষায় তৎপর ভারতও। সেনা বাহিনীকে এজন্য পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে। চিনের আগ্রাসন ও মিথ্যাচারের রেকর্ড মনে রেখে লাদাখের সর্বোচ্চ ও দুর্গম এলাকাগুলিতে আসন্ন শীতে প্রবল শৈত্যপ্রবাহ উপেক্ষা করে প্রহরা দেবে ভারতীয় সেনা।

আরও পড়ুন- মহম্মদ বাজারে জাতীয় সড়কের উপর ব্রিজে ফাটল, আশঙ্কায় স্থানীয়রা

 

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version