সুখীর তালিকার বহু যোজন দূরে মোদির দেশ, চিন একে

কোন দেশ বিশ্বের মধ্যে সবথেকে সুখী, সেই তালিকায় এবার তৃতীয় স্থান দখল করল সৌদি আরব। চলতি বছর বিশ্বের ২৭টি দেশের মধ্যে এই সমীক্ষা করা হয়। ফ্রান্সের গবেষণা সংস্থা ইপসোস এই সমীক্ষা করেছে।

এই সমীক্ষা অনুযায়ী, চিন আছে প্রথম স্থানে। তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ডস। এই দুই দেশের প্রতি ১০ জনের মধ্যে ৯ জন নিজেকে খুব সুখী বা সুখী হিসাবে বর্ণনা করেছেন। সৌদি আরবের ১০ জনের মধ্যে প্রায় আটজন একই কথা বলেছেন। প্রথম দশের মধ্যে সৌদি আরবের পরের স্থানে যথাক্রমে আছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সুইডেন, জার্মানি এবং বেলজিয়াম। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একাদশতম স্থানে। ওই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, ব্রিটেনে শতকরা ৩০ জন মানুষ নিজেকে সুখী হিসেবে মনে করে। ভারতে এই সংখ্যা শতকরা ২২ শতাংশ এবং নেদারল্যান্ডসে ২০ শতাংশ।

আরও পড়ুন:পাখির শরীরে মিশে রয়েছে আস্ত ছাগল, ব্যাপক ভাইরাল শাবানার টুইট

 

Previous articleমুকুল-কৈলাশকে ব্যাক সিটে পাঠিয়ে চমকে দিলেন লকেট
Next articleYouTube-এর দাপটে ব্যাকফুটে Google Play Music, পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের