শাঁখ বাজিয়ে নবান্ন সভাঘর থেকে ১২ জেলার ১১০ পুজোর উদ্বোধন মমতার

প্রতিবছর মহালয়ার দিন থেকেই একের পর এক দুর্গাপুজোর উদ্বোধন শুরু হয়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে, এবার করোনাকালে মণ্ডপে গিয়ে নয়, ভার্চুয়ালি সব পুজোর উদ্বোধন করবেন- আগেই সেই ঘোষণা করেন মমতা।

আরও পড়ুন- করোনায় সংকটে তারাও, দাবি-দাওয়া পুরণে রাজপথে গৃহ-সহায়িকারা

সেই মতো বুধবার থেকে শুরু হয়েছে উদ্বোধন। সেদিন উত্তরবঙ্গের পুজোর সূচনা করেন তিনি। বৃহস্পতিবার, নবান্ন থেকে 12টি জেলার 110 পুজোর ভার্চুয়াল উদ্বোধন মমতা।

অন্যান্যরা মুখ্যমন্ত্রীর পুজোর তালিকা সীমাবদ্ধ থাকে মূলত কলকাতার মধ্যেই। খুব ঘণিষ্ঠ কেউ অনুরোধ করলে সেই তালিকায় দুই ২৪ পরগনা ও হাওড়ার ২-১টি পুজো ঢুকে পড়ে। কিন্তু এবার সেই সুযোগ এসেছে। কলকাতার পাশাপাশি, জেলার পুজোরও ভার্চুয়ালি উদ্বোধন করেছন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে ছিল শাঁখ, প্রদীপ, ঢাক, কাঁসর। পুজো মণ্ডপেও এই সব নিয়ে উপস্থিত ছিল উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রী উদ্বোধন ঘোষণার পরেই প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে ক্লাবগুলিতে পুজোর উদ্বোধন হয়। ১৬ এবং ১৭ অক্টোবর বেহালা ও যাদবপুর এবং দক্ষিণ কলকাতার পুজোগুলির ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করবেন মমতা।

Previous articleকরোনায় সংকটে তারাও, দাবি-দাওয়া পুরণে রাজপথে গৃহ-সহায়িকারা
Next articleফের কর্মিসভায় বেলাগাম, দলকে ডোবালেন কেষ্ট