আই লিগ ট্রফি নিয়ে শহর ঘুরবে মোহনবাগান, রুট ম্যাপ প্রকাশ

গত মার্চে চ্যাম্পিয়ন হয়েছিলো৷ কিন্তু মহামারি আর লকডাউনের কারনে সেভাবে সেলিব্রেশন হয়নি৷

‘ফুটবলের মক্কা’ কলকাতায় এসেই আগামী ১৮ অক্টোবর AIFF আনুষ্ঠানিকভাবে আই- লিগ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেবে মোহনবাগানের হাতে৷ ওইদিন অনুষ্ঠানটি হবে যুবভারতী- সংলগ্ন এক পাঁচতারা হোটেলে সকাল ১১টা নাগাদ৷ থাকবেন বাগান-কর্তাদের সঙ্গেই থাকবেন ওই দলের সদস্য শিল্টন পাল।

আর এরপরই বাগান- জনতা’র এক বিশাল শোভাযাত্রা ওই ট্রফি নিয়ে শহর পরিভ্রমণ করবে৷ হুড খোলা গাড়িতে হবে শহর ঘোরা। হোটেলের সামনে থেকেই শুরু হবে রোড- শো৷ শহরে ‘মোহনবাগান পাড়া’ বলে পরিচিত এলাকায় নিয়ে যাওয়া হবে ট্রফি৷ হায়েত রিজেন্সি থেকে শুরু হবে৷ এখান থেকে বাইপাস- বেঙ্গল কেমিক্যালস- উল্টোডাঙা মোড়- উল্টোডাঙা মেন রোড-অরবিন্দ সেতু- খান্না- এপিসি রোড- ফড়িয়াপুকুর-শ্যামবাজার পাঁচ মাথার মোড়-
এরপর U-TURN- হাতিবাগান-হেদুয়া- বিবেকানন্দ রোড- গিরিশ পার্ক-চিত্তরঞ্জন অ্যাভিনিউ-ধর্মতলা হয়ে মোহনবাগান ক্লাব৷

ক্লাবের তরফে জানানো হয়েছে, শোভাযাত্রা ও ট্রফি পরিক্রমা হবে “করোনা- প্রোটোকল” গাইডলাইন মেনেই৷ কোথাও জমায়েত করা হবে না, হবে শুধু বাইক মিছিল।

আরও পড়ুন- অবসাদে আমির কন্যা, কঙ্গনার মন্তব্য ‘ভাঙা পরিবারের বাচ্চাদের পক্ষে এটা কঠিন’

Previous articleঅবসাদে আমির কন্যা, কঙ্গনার মন্তব্য ‘ভাঙা পরিবারের বাচ্চাদের পক্ষে এটা কঠিন’
Next articleবাঙালি যুবকের অদম্য জেদ, অস্ট্রেলিয়ায় চালু বাংলা ভাষার ওয়েবাসাইট