Sunday, August 24, 2025

এবার করোনা আক্রান্ত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। সম্প্রতি, তিনি অসুস্থ ছিলেন। এবং আজ, বুধবার সেই আশঙ্কাকে সত্যি করে ৮০ বছর বয়সি বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। সমাজবাদী পার্টির তরফে ট্যুইট করে প্রবীণ এই নেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর দেওয়া হয়। বলা হয়, “সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ। তিনি চিকিত্‍‌সকদের তত্ত্বাবধানে রয়েছেন। তবে, তাঁর মধ্যে করোনার কোনও উপসর্গ নেই।” আরও জানা গিয়েছে, মুলায়মের স্ত্রী সাধনা গুপ্তারও কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

প্রসঙ্গত, মূত্রনালীর সংক্রমণের কারণে গত অগস্টেই একবার মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম সিং যাদব। সে সময় যদিও তাঁর কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ ছিল। গত মাসে সংসদের বাদল অধিবেশনেও যোগ দেন সমাজবাদী পার্টির প্রবীণ এই নেতা। ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বাদল অধিবেশন চলে। অধিবেশনের প্রথম দিন হুইলচেয়ারে বসেই সংসদে গিয়েছিলেন উত্তর প্রদেশের মৈনপুরী কেন্দ্রের সাংসদ মুলায়ম। তখনও তাঁর কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভই ছিল। কিন্তু এবার টেস্ট রিপোর্টে পজিটিভ আসায় উদ্বিগ্ন তাঁর রাজনৈতিক অনুগামীরা।

তিনটি টার্মে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব সামলেছেন। তাঁর ছেলে অখিলেশ যাদবও মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

আরও পড়ুন- চিনা ফৌজকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন জিনপিং, কীসের ইঙ্গিত?

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version