Saturday, November 29, 2025

রেমডেসিভির ব্যবহারে উপকার হচ্ছে না করোনা রোগীর, কমছে না মৃত্যু হারও, সমীক্ষায় দাবি হু’র

Date:

Share post:

অ্যান্টিভাইরাল ড্রাগ ব্যবহারে উপকার হচ্ছে না করোনাভাইরাস আক্রান্ত রোগীর। সেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার্যত বাতিল করল রেমডেসিভির নামক ওষুধটিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, রেমডেসিভির ব্যবহারে কোনও উপকারই হচ্ছে না ভাইরাস আক্রান্ত রোগীর। দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে তাদের। কমছে না মৃত্যু হারও।

হু-এর এক কর্তা এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত এক ক্লিনিক্যাল ট্রায়ালে জানা গিয়েছে, রেমডিসিভির নামক ওষুধটি ভাইরাস রোগীর কোনও উপকারে লাগে না। আর লাগলেও তা খুবই সামান্য। এতে রোগীর হাসপাতালে থাকার সময় কমে না। কমে না মৃত্যু হারও।

তবে হু এখনও এই ট্রায়ালের ফলাফল প্রকাশ করেনি। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের ৩০টিরও বেশি দেশে এই সমীক্ষা চালিয়েছিল। ১১ হাজার ২৬৬ জন ভাইরাস আক্রান্ত রোগীর ওপর এই সমীক্ষা চালিয়ে রেমডেসিভির নামক ওষুধটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসকদের একাংশের দাবি ছিল, এই ওষুধ ভাইরাস আক্রান্ত রোগীর ফুসফুসে সংক্রমণ রুখতে সাহায্য করে। ফলে, কমে মৃত্যুর সংখ্যা। কিন্তু হু’র সমীক্ষা বলছে এই ওষুধে রোগীর কোনও উপকার হচ্ছে না।

উল্লেখ্য, এর আগেও ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার নিয়েও আপত্তি তুলেছিল হু। পরে নিজেরাই এই হাইড্রক্সিক্লোরোকুইনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার রেমডিসিভিরের উপযোগিতা নিয়েও প্রশ্ন তুলল হু।

আরও পড়ুন-চিন বিশ্বাসঘাতক, ভারতবিরোধী উপ-প্রধানমন্ত্রীকে সরিয়ে দিল্লিকে মৈত্রীর বার্তা নেপালের

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...