Sunday, January 11, 2026

কিছুটা ‘নরম’ হলেও বিজেপির অন্দরে জল্পনা জিইয়ে রাখলেন শুভ্রাংশু

Date:

Share post:

ফের এক পোস্টে কিছুটা নরমভাব প্রকাশ করলেও, বিজেপি’র গুরুত্বপূর্ণ মিছিল থেকে দূরে সরেই থাকলেন বিধায়ক শুভ্রাংশু রায়।

গত বৃহস্পতিবার রাজনৈতিক মহলে শোরগোল তুলে রাজনীতি থেকে ‘স্বেচ্ছাবসর’ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন শুভ্রাংশু৷
এই পোস্ট জল্পনা তৈরি হয়৷ পরে ঘোষণা করেছিলেন শুক্রবার সাংবাদিক সম্মেলন করে নিজের কিছু কথা বলবেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের পুত্র এবং বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।

কিন্তু সেই সাংবাদিক সম্মেলন শেষ পর্যন্ত যেমন করেননি, তেমনই শুক্রবারের মিছিলেও শুভ্রাংশুকে দেখা যায়নি।

এদিকে ফের একটি ফেসবুক পোস্ট করেছেন তিনি৷ তাতে শুভ্রাংশু লিখেছেন, ‘রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেব কি নেব না, তা ভবিষ্যৎই বলবে। কিন্তু জীবনের শেষদিন পর্যন্ত মানুষের সেবা করে যাব। জনসেবার মধ্য দিয়েই মানুষের মাঝে থেকে যাব। কারণ মানুষের মধ্যেই নারায়ণ বর্তমান। যে নারায়ণ, সেই জগন্নাথ, সেই রাম’।
বিজেপি মহল এই পোস্ট দেখে কিছুটা আশ্বস্ত হয়তো হয়েছিলো, কিন্তু পরে সব জল্পনা জিইয়ে রেখে এবং দলের কর্মসূচিতে গরহাজির থেকে বিষয়টিকে ফের চর্চার মধ্যে নিয়ে এসেছেন শুভ্রাংশু নিজেই৷ বৃহস্পতিবারের ফেসবুক পোস্টে শুভ্রাংশুর বলা কথা নিয়ে জল্পনা তৈরি হয় বিজেপি-র অন্দরেও। চর্চা চলে, দলে ‘বড় পদ’ না পেয়েই শুভ্রাংশু স্বেচ্ছাবসরের ইচ্ছাপ্রকাশ করেছেন৷ এর পরই ‘ড্যামেজ কন্ট্রোল’- এ নামে বিজেপি। ঘোষণা করা হয়, মণীশ শুক্লর খুনের ঘটনার প্রতিবাদে শুক্রবার টিটাগড় থানার সামনে থেকে ব্যারাকপুরের চিড়িয়া মোড় পর্যন্ত যে বিক্ষোভ মিছিল হবে, ওই মিছিলে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়দের সঙ্গেই থাকবেন শুভ্রাংশু৷ কিন্তু শুক্রবারের মিছিলে শুভ্রাংশুকে দেখা যায়নি। ফলে, বিজেপি-র দমবদ্ধ ভাব পুরোপুরি এখনও কাটেনি৷ শুভ্রাংশু এটুকুই বুঝিয়েছেন, রাজনীতি তিনি ছাড়ছেন না। রাজনৈতিক মহলের অভিমত, ফের অসন্তোষ
সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন-একুশের আগে শক্তি বাড়ল শাসকের, সিপিএমের দাপুটে বিধায়ক এলেন তৃণমূলে

spot_img

Related articles

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...