Friday, August 22, 2025

বলিউড যাবে যোগীরাজ্যে? শিবসেনা-বিজেপির রাজনৈতিক তরজায় বাড়ছে জল্পনা

Date:

তবে কি এবার আস্তানা পরিবর্তনের সময় এসেছে বলিউডের? চিরচেনা মুম্বই ছেড়ে এবার কি তবে উত্তরপ্রদেশে যাত্রা করবেন বলিউড। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই জল্পনায় শুরু হয়েছে বলিউডকে কেন্দ্র করে। শিবসেনা ও বিজেপির রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এ জল্পনা এবার নতুন মাত্রা পেল। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে এবার মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাতেই বলিউডের মুম্বই ত্যাগের সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে।

সম্প্রতি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে এক বিবৃতি দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেখানে রীতিমতো অভিযোগের সুরে বলা হয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম করার জন্য মহারাষ্ট্র থেকে তা সরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। এটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই প্রথম বার এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন উদ্ধব ঠাকরে। সেখানে তাঁর এই বিবৃতির পর রীতিমতো জল্পনা চড়েছে। তবে শুধু উদ্ধব ঠাকরে নন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিকও বলেন, মুম্বইতে বলিউডকে বদনাম করে তা উত্তরপ্রদেশে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত শুরু হয়েছে। এটা কোনওভাবেই সহ্য করা হবে না। শিবসেনার প্রবল বিরোধী হলেও বলিউড ইস্যুতে উদ্ধব ঠাকরের পাশে এসে দাঁড়িয়েছে এমএনএস। অন্যদিকে আবার বলিউড ইস্যুতে মহারাষ্ট্র সরকারকে রীতিমতো তোপ দেখেছেন বিজেপি নেতা অমরজিৎ মিশ্র।

আরও পড়ুন: ‘কেউ গুলি চালাবে না বেটা’, মানবতা দিয়ে জঙ্গিকে আত্মসমর্পণ করালেন সেনা অফিসার

টুইট করে তিনি লেখেন, ‘বাস্তব পরিস্থিতি বুঝতে গেলে মুখ্যমন্ত্রীর উচিত বাসভবন থেকে বাইরে বের হওয়া। এর আগের সরকার ৫২১ একরের ফিল্ম সিটিকে উন্নত করতে ২০৫০ কোটি টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বর্তমান সরকারের আমলে সে কাজ বিন্দুমাত্র এগোয়নি। পরিস্থিতি এমন থাকলে এই ইন্ডাস্ট্রি অন্য জায়গায় সরে যাবেই। উল্লেখ্য, গত মাসেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন ভারতের সবথেকে বড় সিটি তৈরি করা হবে উত্তর প্রদেশে। এরপরই বলিউডের মুম্বইতে যাওয়ার জল্পনা নতুন মাত্রা পায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই জল্পনা আরও জোরদার হয়ে উঠছে বলে অনুমান করছে বিশেষজ্ঞ মহল।

Related articles

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...
Exit mobile version