Wednesday, November 5, 2025

চাকরির নামে অনলাইন কনসালটেন্সিতে প্রতারণা, ১.৫৯ লক্ষ টাকা খোয়ালেন যুবক

Date:

অনলাইনে কনসালটেন্সির মাধ্যমে চাকরি পেতে গিয়ে প্রতারিত হলেন যুবক। অনলাইন চক্রে প্রতারিত হয়ে ১ লক্ষ ৫৯ হাজার টাকা খোয়া গেল ওই যুবকের। ঘটনাটি ঘটেছে চন্দননগরের উত্তর পাড়া এলাকায়। প্রতারিত ওই যুবকের নাম সপ্তর্শি সামন্ত। ইতিমধ্যেই চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ।

জানা গিয়েছে, লকডাউন চলাকালীন চাকরি চলে যায় উত্তরপাড়ার ভদ্রকালী এলাকায় বাসিন্দা সপ্তর্ষি সামন্তর। মূলত বেসরকারি সংস্থায় সফটওয়্যার প্রজেক্টের উপর কাজ করতেন তিনি। দীর্ঘদিন বাড়ি বসে থাকার পর সম্প্রতি চাকরীর চেষ্টা শুরু করেন ওই যুবক। কিছুদিন আগে অনলাইন কনসালটেন্সি ‘নকরি ডট কম’ নামের এক সংস্থায় নিজের সিভি সহ প্রোফাইলে আপলোড করেন। সংস্থার তরফে একটি ইন্টারভিউ নেওয়া হয় অনলাইনে। এরপর জানানো হয় টেক মাহিন্দ্রায় চাকরির জন্য সিলেক্ট হয়েছেন তিনি। রেজিস্ট্রেশন ও পুলিশ ভেরিফিকেশন বাবদ দু’দফায় ১০ হাজার টাকা নেয় সংস্থা। সেই টাকার রশিদও দেওয়া হয়। এরপর ইমেল মারফত পাঠিয়ে দেওয়া হয় অফার লেটার।

আরও পড়ুন: টেন্ডার দুর্নীতিকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ পুরুলিয়ায়, আহত ৫

পাশাপাশি এম্প্লয়ী আইডি তৈরি করার জন্য সংস্থার তরফে জানানো হয় ওই যুবককে ১ লক্ষ ৪৯ হাজার টাকা জমা দিতে হবে। এই টাকা ফেরত যোগ্য বলেও জানানো হয়। চাকরি পেতে মরিয়া সপ্তর্ষি দাবিমতো টাকাও পাঠিয়ে দেন ওই সংস্থাকে। সংস্থার তরফে জানানো হয় এনইএফটি করে ফেরত দেওয়া হবে টাকা। এরপর থেকেই ফোনে পাওয়া যাচ্ছে না ওই সংস্থার কাউকেই। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বৃহস্পতিবার উত্তর পাড়া থানার চন্দননগর সাইবার সেলে অভিযোগ জানান যুবক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি লকডাউন পরিস্থিতিতে বেকারত্বের সুযোগ নিয়ে যেভাবে প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে তাতে উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

Related articles

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...

ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে নদিয়ায় চরম উত্তেজনা, BSF – পুলিশ সংঘর্ষে মৃত ৩ পুলিশকর্মী

নদিয়ার চাপড়া এলাকায় নিষিদ্ধ কফসিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশ (WB Police)।...

ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র

ঐতিহাসিক ঘটনা নিউ ইয়র্ক(New York) সিটিতে। প্রথমবার মেয়র পদে নির্বাচিত হলেন ৩৪ বছরের ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু...

বুধের সকালে ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, ট্রেন থেকে ভুল দিকে নামতে গিয়ে নিহত ৬

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। সূত্রের খবর চুনার রেলওয়ে...
Exit mobile version