ছত্রধরের ‘কোভিডে’ সন্দিহান! রিপোর্ট-সহ তলব করা হলো সিএমওএইচকে

এবার ছত্রধর মাহাতোর কোভিড রিপোর্ট নিয়েই সন্দেহ প্রকাশ করল ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি বা এনআইএ। আর তার জেরেই ঝাড়্গ্রাম হাসপাতালের সিএমওএইচ প্রকাশ মিদ্দাকে এবার কোর্টে হাজিরা দিতে হবে। ফলে ছত্রধর মাহাতো এই মামলায় ক্রমশ যে কোনঠাসা হচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না।

এই মামলায় ছত্রধর মাহাতোর বিরুদ্ধে সিপিএম নেতা প্রবীর মাহাতোকে হত্যার অভিযোগ রয়েছে, সঙ্গে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। ২৫ সেপ্টেম্বর কোর্টে তলব করলে ছত্রধর ব্যাঙ্কশাল কোর্টে আসার পথেই কোভিড আক্রান্ত হয়েছেন বলে প্রথমে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। ফের ২৮ সেপ্টেম্বর কোর্টের ডেট দেওয়া হয়। ছত্রধর এবার ২৭ সেপ্টেম্বরের কোভিড পরীক্ষা করিয়ে ২৮ সেপ্টেম্বর ঝাড়্গ্রাম হাসপাতালে ভর্তি হন। ফলে সেদিনও কোর্টে আসেননি। ফের নিজেই ১৬ অক্টোবর হাজিরার কথা জানিয়েও অনুপস্থিত ছিলেন। এরপরেই তলব প্রকাশ মিদ্দাকে। সিএমওএইচকে কোর্টে হাজিরা দিয়ে যেসব প্রশ্নের জবাব দিতে হবে…

১. ডাক্তারের প্রেসক্রিপশন। সেই ডাক্তারের নাম, ঠিকানা ও ফোন নম্বর

২. আরটিপিসিআর টেস্টের নির্দেশ ঝাড়গ্রাম হাসপাতাল থেকে ইস্যু করার তথ্য। যে ডাক্তার ইস্যু করেন সেই ডাক্তারের সেই ডাক্তারের নাম, ঠিকানা ও ফোন নম্বর।

৩. যে ল্যাব টেকনিশিয়ান আরটিপিসিআর টেস্ট করেন তার নাম, ঠিকানা ও ফোন নম্বর।

৪. মেডিক্যাল বোর্ড তৈরি করে ফুল বডি চেক আপ করে তার রিপোর্ট।

৫. এই তথ্য যত দ্রুত সম্ভব এনআইএ-র কাছে জমা দিতে হবে।

কোর্টের তলবে রাতের ঘুম উড়ে গিয়েছে প্রকাশ মিদ্দার।

 

আরও পড়ুন-বেলেঘাটা বিস্ফোরণ: রাজ্যপালের কাছে ফের বিজেপি

Previous articleচাকরির নামে অনলাইন কনসালটেন্সিতে প্রতারণা, ১.৫৯ লক্ষ টাকা খোয়ালেন যুবক
Next article‘ঠিকাদারি সংস্থা সংগঠন চাঙ্গা করতে পারে না’, তৃণমূল বিধায়কের নিশানায় টিম-পিকে