করোনা আক্রান্ত দিলীপের সঙ্গে কারুর সাক্ষাৎ হয়নি, জানাল হাসপাতাল

করোনা আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বাইরের কেউ সাক্ষাৎ করেননি। হাসপাতালে তাঁর চিকিৎসার সময় কোভিড সুরক্ষা বিধি সম্পূর্ণভাবে মেনে চলা হচ্ছে। বাইরের লোকের প্রবেশাধিকার নেই। সোশ্যাল মিডিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ ঘোষের একটি ছবি ঘিরে বিতর্ক তৈরির পর এবিষয়ে ব্যাখ্যা দিল আমরি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ছবিটি বছর তিনেকের পুরনো। তখনও কিছু শারীরিক সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেই সময় তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন দলীয় নেতারা। সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া ছবিটি তখনকার। এখন করোনা আক্রান্ত দিলীপবাবুর কাছে কেউ যাননি, ছবি তোলারও প্রশ্ন নেই। শুধুমাত্র চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরাই কোভিড প্রোটোকল মেনে পিপিই পরে তাঁর কাছে যাচ্ছেন।

প্রসঙ্গত, শনিবার সোশ্যাল মিডিয়ার একটি ছবি নিয়ে প্রবল সংশয় তৈরি হয়। ছবিতে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়কে অসুস্থ বিজেপি রাজ্য সভাপতির পাশে দেখা যাচ্ছে। তিনজনের কারুরই মুখে মাস্ক নেই। ছবিটির সময়কাল নিয়ে তখনই সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত বিভ্রান্তি দূর করে জানাল, ওই ছবি তিন বছরের পুরনো।

আরও পড়ুন- নিজের জালে নিজেই ফাঁসলেন কঙ্গনা রানাওয়াত, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ আদালতের

Previous articleনিজের জালে নিজেই ফাঁসলেন কঙ্গনা রানাওয়াত, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ আদালতের
Next articleআর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপি প্রভাবিত রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা