Thursday, August 28, 2025

শত্রুকে বার্তা দিয়ে আরব সাগরে নয়া ব্রহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের

Date:

একদিকে পাকিস্তান, অন্যদিকে চিন। ক্রমাগত শত্রুতা চালিয়ে যাওয়া এই দুই দেশের কর্মকাণ্ডে রীতিমতো বিরক্ত ভারত। লাদাখ ইস্যুতে চিনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনা বেড়েছে ক্রমাগতভাবে। সেই আবহেই এবার শত্রুকে বার্তা দিয়ে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারতীয় নৌ সেনা। রবিবার আরব সাগরে ‘স্টিলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই’ যুদ্ধজাহাজ থেকে সফল উৎক্ষেপণ করা হয় এই মিসাইলের। নিজের লক্ষ্যবস্তুতে একেবারে নিখুঁত ভাবে আঘাত হানে এই মিসাইল।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই একাধিক ব্রহ্মস মিসাইল রয়েছে ভারতীয় সেনার হাতে। তবে রবিবার ব্রহ্মস সুপারসনিক ক্রুজ নামের যে মিসাইলের সফল উৎক্ষেপণ করা হল তার মারণ ক্ষমতা অনেক বেশি। আর এমন সময়ে এই মিসাইল উৎক্ষেপণ করা হল যখন সীমান্তে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ফলে এই মিসাইলের পরীক্ষা চিনকে উদ্দেশ্য করে একটি বার্তা বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, ভারতের অরুণাচল প্রদেশ এবং লাদাখে চিন সীমান্তবর্তী এলাকায় অনেক আগেই ব্রহ্মস মিসাইল মোতায়েন করেছে প্রতিরক্ষা বিভাগ। ভারতের হাতে শুরুতে ব্রহ্মস সিরিজের প্রথম যে মিসাইল ছিল তার রেঞ্জ ছিল মাত্র ২৯০ কিলোমিটার।

আরও পড়ুন: দিল্লিতে শর্তসাপেক্ষে দুর্গাপুজোর অনুমতি

পরে এই মিসাইলের প্রযুক্তিগত পরিবর্তন ঘটিয়ে আরও বেশি অত্যাধুনিক করে তোলে ডিআরডিও। দ্বিতীয় সিরিজে যে মিসাইল আনা হয় তার রেঞ্জ ছিল ৪০০ কিলোমিটারের বেশি। বর্তমানের ব্রহ্মস সিরিজের যে সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করা হল সেটি ৪৫০ কিলোমিটারেরও বেশি দূরে যেকোনও লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। প্রসঙ্গত, এই সুপারসনিক ক্রুজ মিসাইল ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করেছে। নয়া এই মিসাইল ডুবোজাহাজ, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং যেকোনও স্থলভূমি থেকে শত্রুকে টার্গেট করে ধ্বংস করে দিতে সক্ষম।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version