বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড বিধি অমান্য করে বিতর্কে বিজেপি সাংসদ

কিশোর সাহা

কোভিড বিধিতে বলা আছে জনসমাগমে গেলে মাস্ক বাধ্যতামূলক। কিন্তু, দার্জিলিংএর বিজেপি সাংসদ রাজু বিস্ত সে সবের থোড়াই কেয়ার করেন। তিনি গলায় মাস্ক ঝুলিয়ে চা বাগানে ট্রাক্ট্ররে চড়ে প্রায় ভোটের প্রচার করলেন।
রবিবার শিলিগুড়ির কাছে পুটিনবাড়ি চা বাগানের ঘটনা। সকালে রাজু ওই বাগানে যান। সেখানে কিছু শ্রমিক পরিবারের বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। সূত্রের খবর, শেষ মুহুর্তে তারা বেঁকে বসেন। এর পরে সাংসদ এলাকায় ঘোরে।

সেই সময়ে তিনি ট্রাক্টরে ওঠে। মাস্ক ছাড়া তাকে দেখা যায়। তা নিয়ে চা শ্রমিকদের একাংশ প্রশ্ন তোলেন। তখন মাস্ক পরেন রাজু।

আরও পড়ুন-পুজো অনুদান নিয়ে বিরোধীদের সমালোচনাকে কটাক্ষ করে কী বললেন কুণাল ?

Previous articleপুজো অনুদান নিয়ে বিরোধীদের সমালোচনাকে কটাক্ষ করে কী বললেন কুণাল ?
Next articleশত্রুকে বার্তা দিয়ে আরব সাগরে নয়া ব্রহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের