৫ টাকায় পুজোর পোশাক শিলিগুড়িতে

হ্যাঁ। শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি রবিবার এমনই কাজ করেছে। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে ভ্যানে করে নতুন জামা কাপড় নিয়ে শহরের অলিগলিতে ফেরি করতে বের হয় সংস্থার সদস্যারা। গরিব হলেও অনেকে বিনা পয়সায় ত্রাণ নিতে এগিয়ে আসে না। কোথাও যেন তাদের বিবেকে বাধে। কম পয়সা দিয়ে সস্তায় জিনিস কিনলেও বিনা পয়সার জিনিস অনেকে ভিক্ষে বলেই মনে করে। তাই না খেয়ে থাকলেও বা ছেড়া জামা কাপড় পড়লেও এখনও অনেক মানুষ কিছু দান করলে তা নেওয়া থেকে পিছু হটে। তাছাড়া সেখানে পছন্দ অপছন্দের বিষয়ও থাকে না। যা দেওয়া হয় তাই দুহাত পেতে নিতে হয় পছন্দ না হলেও। তাই এবার সেই সমস্ত প্রয়োজনীয় মানুষদের কথা ভেবেই পাঁচ টাকায় পছন্দের জামা কাপড় তুলে দিতে এই উদ্যোগ বলে জানান সংস্থার সভাপতি রাকেশ দত্ত। এদিন তারা প্রায় ৫০০ জনের হাতে পাঁচ টাকার বিনিময়ে জামা কাপড় তুলে দিতে পেরে বেজায় খুশি। খুশি ক্রেতারাও।

আরও পড়ুন-দিঘার পথে দুর্ঘটনার কবলে পর্যটকরা, মৃত ১ মহিলা, আহত ১০

Previous articleশত্রুকে বার্তা দিয়ে আরব সাগরে নয়া ব্রহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের
Next articleমহানন্দার বিসর্জন ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে শিলিগুড়ির পুর প্রশাসক