Wednesday, December 3, 2025

হংকং ইস্যুতে কানাডাকে হুঁশিয়ারি চিনের, পাল্টা বিবৃতিতে কোণঠাসা জিনপিং

Date:

Share post:

চিন প্রশাসনের তরফে হংকংয়ে জারি করা রাষ্ট্রীয় সুরক্ষা আইনকে কেন্দ্র করে এবার সংঘাত শুরু হল কানাডার মধ্যে। চিন প্রশাসনের জোরপূর্বক চাপিয়ে দেওয়া এই আইনের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ হংকংয়ের সাধারণ মানুষ। অনেকেই নিজ দেশ ছেড়ে পালিয়ে আসছেন কানাডায়। আর এখানেই ঘোর আপত্তি জানিয়েছে চিন। এক বিবৃতি জারি করে কানাডা সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চিন প্রশাসন।

কানাডায় অবস্থিত চিনের রাষ্ট্রদূত কোম্পিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে রীতিমতো হুশিয়ারী দিয়ে জানিয়েছেন, হংকং থেকে পালিয়ে কানাডায় আসা মানুষকে সেখানে আশ্রয় দেওয়া যাবে না। কিন্তু তাও যদি কানাডার সরকার তাদের সেখানে থাকতে দেয়, তাহলে এই বিষয়টা চিনের অভ‍্যন্তরীণ মামলায় কানাডার দখলদারি হিসাবে গণ্য করা হবে। তবে চিনের এই হুঁশিয়ারিকে বিন্দুমাত্র পরোয়া না করে পাল্টা জবাব দিয়েছে কানাডা। স্পষ্ট ভাষায় শি জিনপিং সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, চিনে যেভাবে মানবাধিকার লংঘিত হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে কানাডা। স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, চিনে বসবাসকারী মানুষের মানবাধিকার রক্ষার বিষয়ে লড়াই চালিয়ে যাওয়া হবে। সেটা উইঘুর মুসলিমদের অধিকার হনন হোক বা হংকংয়ের মানুষের মানবাধিকার লংঘন কিংবা চিনের কোনও রকম কূটনৈতিক চালের বিরুদ্ধাচরণ। সবেতেই আমাদের লড়াই জারি থাকবে।

আরও পড়ুন: দীর্ঘ ৬৭ বছর পর আমেরিকায় প্রথম মৃত্যুদণ্ড হতে চলেছে কোনও মহিলার

এর পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আমাদের দেশ সর্বদা ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মানবাধিকারের পক্ষে লড়াই জারি রাখবে। মানবাধিকার খন্ডনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে। পাল্টা উত্তর পেয়ে কোণঠাসা হয়ে পড়া চিন অবশ্য রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে কানাডাকে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান কানাডার জবাবে রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন, আমাদের উপর কোনওরকম দোষারোপ আমরা সফল হতে দেব না। এর ফল কানাডাকে ভুগতে হবে।

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...