Tuesday, August 12, 2025

হংকং ইস্যুতে কানাডাকে হুঁশিয়ারি চিনের, পাল্টা বিবৃতিতে কোণঠাসা জিনপিং

Date:

Share post:

চিন প্রশাসনের তরফে হংকংয়ে জারি করা রাষ্ট্রীয় সুরক্ষা আইনকে কেন্দ্র করে এবার সংঘাত শুরু হল কানাডার মধ্যে। চিন প্রশাসনের জোরপূর্বক চাপিয়ে দেওয়া এই আইনের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ হংকংয়ের সাধারণ মানুষ। অনেকেই নিজ দেশ ছেড়ে পালিয়ে আসছেন কানাডায়। আর এখানেই ঘোর আপত্তি জানিয়েছে চিন। এক বিবৃতি জারি করে কানাডা সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চিন প্রশাসন।

কানাডায় অবস্থিত চিনের রাষ্ট্রদূত কোম্পিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে রীতিমতো হুশিয়ারী দিয়ে জানিয়েছেন, হংকং থেকে পালিয়ে কানাডায় আসা মানুষকে সেখানে আশ্রয় দেওয়া যাবে না। কিন্তু তাও যদি কানাডার সরকার তাদের সেখানে থাকতে দেয়, তাহলে এই বিষয়টা চিনের অভ‍্যন্তরীণ মামলায় কানাডার দখলদারি হিসাবে গণ্য করা হবে। তবে চিনের এই হুঁশিয়ারিকে বিন্দুমাত্র পরোয়া না করে পাল্টা জবাব দিয়েছে কানাডা। স্পষ্ট ভাষায় শি জিনপিং সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, চিনে যেভাবে মানবাধিকার লংঘিত হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে কানাডা। স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, চিনে বসবাসকারী মানুষের মানবাধিকার রক্ষার বিষয়ে লড়াই চালিয়ে যাওয়া হবে। সেটা উইঘুর মুসলিমদের অধিকার হনন হোক বা হংকংয়ের মানুষের মানবাধিকার লংঘন কিংবা চিনের কোনও রকম কূটনৈতিক চালের বিরুদ্ধাচরণ। সবেতেই আমাদের লড়াই জারি থাকবে।

আরও পড়ুন: দীর্ঘ ৬৭ বছর পর আমেরিকায় প্রথম মৃত্যুদণ্ড হতে চলেছে কোনও মহিলার

এর পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আমাদের দেশ সর্বদা ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মানবাধিকারের পক্ষে লড়াই জারি রাখবে। মানবাধিকার খন্ডনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে। পাল্টা উত্তর পেয়ে কোণঠাসা হয়ে পড়া চিন অবশ্য রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে কানাডাকে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান কানাডার জবাবে রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন, আমাদের উপর কোনওরকম দোষারোপ আমরা সফল হতে দেব না। এর ফল কানাডাকে ভুগতে হবে।

spot_img

Related articles

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...