Monday, November 3, 2025

আজ শহরের রং সবুজ-মেরুন! আই লিগ ট্রফি জয়ের আবেগে ভাসছেন মোহনবাগান সমর্থকরা

Date:

শারদ উৎসবের প্রাক্কালে জয়ের উৎসবে মেতেছে মোহনবাগান। দুর্গাপুজোর ঠিক আগেই করোনা আবহের মধ্যেই আই লিগ জয়ের স্বাদ পেল শতাব্দীপ্রাচীন মোহনবাগান। যা সবুজ-মেরুন সমর্থকদের কাছে পুজো উপহার। আজ, রবিবার মোহনবাগান ক্লাবকে ২০১৯-২০ মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হলো।

করোনা মহামারীর মধ্যে এবছর গোটা বিশ্বের মতই এ দেশেও বিভিন্ন খেলাধুলার পাশাপাশি ফুটবল স্তব্ধ হয়ে গিয়েছিল। শেষ করা যায়নি দেশের অন্যতম বড় ফুটবল টুর্নামেন্ট আই লিগ। প্রতিটি দলেরই বাকি ছিল ৪-৫টি ম্যাচ। যদিও দ্বিতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের থেকে সমসংখ্যক ম্যাচ (১৬) খেলে ১৬ পয়েন্টে এগিয়ে ছিল মোহনবাগান। সবুজ-মেরুন ছিল কার্যত ধরা ছোঁয়ার বাইরে। তাই মোহনবাগানকেই ঘোষণা করা হয় আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে। লিগ জয় হলেও ট্রফি এত দিন হাতে পায়নি সবুজ-মেরুন। রবিবার বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিক ভাবে মোহনবাগানের হাতে ট্রফি তুলে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আর প্রায় ৮ মাস পর ঐতিহাসিক ট্রফি হাতে পেয়ে আবেগে ভাসলেন মোহনবাগান কর্মকর্তা থেকে শুরু করে সমর্থকরা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত আছেন মোহনবাগান টিমের বর্তমানে কলকাতা শহরে থাকা সমস্ত ফুটবলাররা। উপস্থিত আছেন ক্লাব সভাপতি স্বপনসাধন (টুটু) বসু। আছেন ক্লাব সচিব সৃঞ্জয় বসু-সহ পরিচালন সমিতির সদস্যরা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফেডারেশনের তরফে আই লিগের সিইও সুনন্দ ধর।

বিজয়ী দলের বেশির ভাগ সদস্যই কলকাতায় না থাকায় ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা হয়েছে। অতিমারির জন্য সমস্ত সমর্থকরা যেহেতু এই জয়ের উৎসবে থাকতে পারছেন না তাই পুরো অনুষ্ঠানটি দেখানো হচ্ছে মোহনবাগানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে।

এদিকে বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলের বাইরে কয়েক হাজার সমর্থক ভিড় করেছেন। বাঁধভাঙা আবেগ- উচ্ছ্বাসে ভাসছেন তাঁরা। হোটেলের অনুষ্ঠানের পর ট্রফি নিয়ে যাওয়া হবে ক্লাব তাঁবুতে। রোড-শো করে উল্টোডাঙা, শ্যামবাজার, মোহনবাগান লেন, গিরিশ পার্ক, ধর্মতলা হয়ে ট্রফি আসবে মোহনবাগান ক্লাবে। ২ থেকে ৫ নভেম্বর অবধি ক্লাব তাঁবুতে সমর্থকদের জন্য রাখা থাকবে ট্রফি।

 

উল্লেখ্য, ২০১৫ সালের পর ফের একবার আই লিগ জয়ের স্বাদ পেলো সবুজ-মেরুন সমর্থকরা। এটাই হয়তো শেষবারের মতো আই লিগ জয় মোহনবাগানের। কারণ, ইতিমধ্যেই এটিকের সঙ্গে যুক্ত হয়ে আইএসএলে নামতে চলেছে এটিকে-মোহনবাগান। আই লিগ জয়ের উচ্ছ্বাসে কিছুটা বাধ সাধল অতিমারি। দেরিতে হলেও আই লিগ ট্রফি এলো মোহনবাগানে। পুজোর আগে এরচেয়ে বড় শারদ উপহার আর কী-বা হতে পারে মোহনবাগান সমর্থকদের জন্য!

আরও পড়ুন : যুবকের আঁকা স্কেচের সাহায্যে নিষ্পত্তি ঘটনার, সাজাপ্রাপ্ত ২

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version