Wednesday, May 14, 2025

বিহারে বিজেপি বেশি আসন পেলেও মুখ্যমন্ত্রী নীতীশই, জল্পনা উড়িয়ে বললেন শাহ

Date:

Share post:

“বিহার বিধানসভা নির্বাচনে যদি দেখা যায় বিজেপি বেশি আসন পেয়েছে জেডিইউয়ের থেকে, তাহলেও রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন নীতীশকুমার। এবিষয়ে কোনও সংশয় নেই। নীতীশকুমার বিজেপি ও জেডিইউ জোটের মুখ্যমন্ত্রী। জোটের কোন দল কটা আসন পেল, কে বেশি কে কম, তা বিবেচ্য নয়। সেটা দেখে মুখ্যমন্ত্রী বদলাবে না।” বিহার ভোটের আগে সব জল্পনা উড়িয়ে একথা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সব জল্পনায় জল ঢেলে তিনি বলেন, নীতীশকুমারই যে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে কোনও সংশয় নেই। জেডিইউ কম আসন পেলেও নীতীশই মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বিহারে এনডিএ জোট ছাড়ার পরেই বিজেপি ও জেডিইউর মধ্যে বিভাজন তৈরি করতে সক্রিয় হয়েছেন এলজেপি নেতা চিরাগ পাসোয়ান। তিনি লাগাতার প্রচার করছেন, বিহারে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে তা বিহারবাসীর জন্য মঙ্গলের। সেক্ষেত্রে তাঁর দলও সরকারকে সমর্থন করবে। চিরাগের দাবি, মোদির উপর বিহারবাসীর আস্থা থাকলেও নীতীশের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। তাই বিধানসভা ভোটে বিজেপি ভাল ফল করলেও জেডিইউয়ের ফল খুবই খারাপ হবে। বিজেপি বেশি আসন পেলে নীতীশেরও মুখ্যমন্ত্রী হওয়া হবে না। এলজেপির এই প্রচারের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছিল, তবে কি চিরাগকে পিছন থেকে উসকে দিচ্ছে বিজেপিই? এভাবেই কি নীতীশ বিরোধী প্লট তৈরি হচ্ছে? এধরনের প্রচারে বিভ্রান্তি বাড়ছিল জেডিইউ কর্মীদের মধ্যেও। বিজেপি ও জেডিইউ এই দুই শরিক দলের মধ্যে পারস্পরিক সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছিল। এই আবহে অবশেষে সব জল্পনায় জল ঢাললেন খোদ অমিত শাহ। স্পষ্ট করে দিলেন, যে অবস্থাই হোক, যে দল যাই আসন পাক, মুখ্যমন্ত্রী নীতীশই। অমিত শাহ বলেন, এটা দুই শরিক দলের মধ্যে আস্থা ও সম্মানের বিষয়। আমরা এখানে এনডিএ হিসাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি। বিহারে এনডিএ নরেন্দ্র মোদি ও নীতীশকুমারকে সামনে রেখে লড়ছে। এখানে অন্য প্রশ্নের অবকাশ নেই। অমিত শাহের দাবি, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ দুই তৃতীয়াংশ ভোট পেয়ে সরকার গড়বে এবং মুখ্যমন্ত্রী হবেন নীতীশকুমার।

আরও পড়ুন : ষষ্ঠীর দিন বিজেপির পুজো উদ্বোধনে মোদি, নাচের অনুষ্ঠানে ডোনা

 

spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...