Tuesday, January 13, 2026

বিহারে বিজেপি বেশি আসন পেলেও মুখ্যমন্ত্রী নীতীশই, জল্পনা উড়িয়ে বললেন শাহ

Date:

Share post:

“বিহার বিধানসভা নির্বাচনে যদি দেখা যায় বিজেপি বেশি আসন পেয়েছে জেডিইউয়ের থেকে, তাহলেও রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন নীতীশকুমার। এবিষয়ে কোনও সংশয় নেই। নীতীশকুমার বিজেপি ও জেডিইউ জোটের মুখ্যমন্ত্রী। জোটের কোন দল কটা আসন পেল, কে বেশি কে কম, তা বিবেচ্য নয়। সেটা দেখে মুখ্যমন্ত্রী বদলাবে না।” বিহার ভোটের আগে সব জল্পনা উড়িয়ে একথা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সব জল্পনায় জল ঢেলে তিনি বলেন, নীতীশকুমারই যে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে কোনও সংশয় নেই। জেডিইউ কম আসন পেলেও নীতীশই মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বিহারে এনডিএ জোট ছাড়ার পরেই বিজেপি ও জেডিইউর মধ্যে বিভাজন তৈরি করতে সক্রিয় হয়েছেন এলজেপি নেতা চিরাগ পাসোয়ান। তিনি লাগাতার প্রচার করছেন, বিহারে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে তা বিহারবাসীর জন্য মঙ্গলের। সেক্ষেত্রে তাঁর দলও সরকারকে সমর্থন করবে। চিরাগের দাবি, মোদির উপর বিহারবাসীর আস্থা থাকলেও নীতীশের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। তাই বিধানসভা ভোটে বিজেপি ভাল ফল করলেও জেডিইউয়ের ফল খুবই খারাপ হবে। বিজেপি বেশি আসন পেলে নীতীশেরও মুখ্যমন্ত্রী হওয়া হবে না। এলজেপির এই প্রচারের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছিল, তবে কি চিরাগকে পিছন থেকে উসকে দিচ্ছে বিজেপিই? এভাবেই কি নীতীশ বিরোধী প্লট তৈরি হচ্ছে? এধরনের প্রচারে বিভ্রান্তি বাড়ছিল জেডিইউ কর্মীদের মধ্যেও। বিজেপি ও জেডিইউ এই দুই শরিক দলের মধ্যে পারস্পরিক সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছিল। এই আবহে অবশেষে সব জল্পনায় জল ঢাললেন খোদ অমিত শাহ। স্পষ্ট করে দিলেন, যে অবস্থাই হোক, যে দল যাই আসন পাক, মুখ্যমন্ত্রী নীতীশই। অমিত শাহ বলেন, এটা দুই শরিক দলের মধ্যে আস্থা ও সম্মানের বিষয়। আমরা এখানে এনডিএ হিসাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি। বিহারে এনডিএ নরেন্দ্র মোদি ও নীতীশকুমারকে সামনে রেখে লড়ছে। এখানে অন্য প্রশ্নের অবকাশ নেই। অমিত শাহের দাবি, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ দুই তৃতীয়াংশ ভোট পেয়ে সরকার গড়বে এবং মুখ্যমন্ত্রী হবেন নীতীশকুমার।

আরও পড়ুন : ষষ্ঠীর দিন বিজেপির পুজো উদ্বোধনে মোদি, নাচের অনুষ্ঠানে ডোনা

 

spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে রুখে দাঁড়ান: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...