Monday, August 25, 2025

দলীয় পদ হারানোর পর নিজের কার্যালয় থেকে সরিয়েছেন দলের পতাকা, দলের সাইন-বোর্ড৷ কার্যালয়ের দেওয়াল থেকে সরেছে নেতা- নেত্রীদের ছবি৷ তোপ দেগেছেন প্রশান্ত কিশোরের দিকে৷ নাম না করে পিকে’র উদ্দেশ্যেই তিনি বলেছেন, “কোনও ঠিকাদারি সংস্থাকে দিয়ে সংগঠন চাঙ্গা করা যায় না।’

কোচবিহারজুড়ে এবার জোর গুঞ্জন, বিজেপি-তে যোগ দিতে চলেছেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী৷ সূত্রের খবর, তাঁর সঙ্গে ইতিমধ্যেই নাকি গেরুয়া শিবিরের একাধিক হেভিওয়েটের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে৷ এবং এই কারনেই দিনকয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সঙ্গে উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের বৈঠকের দিন সব বিধায়ক, নেতা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন মিহির গোস্বামী। উল্টে সাংবাদিক বৈঠকে তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “ঠিকাদার নিয়োগ করে কখনই সংগঠন শক্তিশালী হয় না৷ দলের সংগঠন চলে নেতা ও কর্মীদের মিলিত সিদ্ধান্তে। দীর্ঘদিনের রাজনৈতিক নেতা বা কর্মীকে ঠিকাদারি সংস্থার মাইনে করা লোকেদের নির্দেশ মেনে কাজ করতে হবে কেন ?” রাজনৈতিক মহলের বক্তব্য, মিহির গোস্বামী’র এই ধরনের মন্তব্যেই প্রমাণিত তৃণমূলের সাথে ওনার আর বনিবনা চলছে না। বিজেপিতে যোগ দেওয়া
ঠিকঠাক হয়ে গিয়েছে বলেই মিহিরবাবু এ ধরনের মন্তব্য করার সাহস পেয়েছেন৷ এদিকে, তাঁর কার্যালয়ের সামনে নতুন ব্যানার লাগানো হয়েছে৷ তাতে লেখা, ‘কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীর কার্যালয়’। তৃণমূলের কথা বা প্রতীক, কিছুই নেই৷

প্রসঙ্গত, অক্টোবরের ৩ তারিখে দলের সব পদ থেকেই ইস্তফা দিয়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই বিধায়ক। জেলা সংগঠনে তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি বলেই ক্ষোভ রয়েছে তাঁর।

আরও পড়ুন-কোভিডে আক্রান্ত মন্ত্রী নির্মল মাজি, ভর্তি হাসপাতালে

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version