Thursday, August 21, 2025

সুস্থ হয়ে বাড়ির পথে “করোনা যোদ্ধা” বিজেপি নেতা অনুপম হাজরা

Date:

আপাতত সুস্থ বিজেপি নেতা অনুপম হাজরা। করোনাকে জয় করেছেন তিনি। করোনা আক্রান্ত অনুপম ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারী হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামিকাল দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। সুস্থ হলেও, তাঁকে টানা দু সপ্তাহ বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন : হাসপাতালের বেডে উঠে বসলেন, এভাবে চললে বাড়ি ফেরা শুধু সময়ের অপেক্ষা সৌমিত্রর

এদিন টুইট করে হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা। অনুপম লিখেছেন, “মন থেকে ধন্যবাদ জানাতে চাই হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স, হাউসকিপিং, নিউট্রিশনিস্টদের। যাঁরা এতদিন আমার খেয়াল রেখেছেন, আমাকে করোনামুক্ত হতে সাহায্য করেছেন। একজন করোনা যোদ্ধা হতে পেরে গর্ববোধ করছি। ”

প্রসঙ্গত, বারুইপুরে দলের কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন অনুপম। বলেছিলেন, ”আমার করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব”। এমন মন্তব্য করার ২৪ ঘন্টার মধ্যেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা। আক্রান্ত হওয়ার খবর অনুপম হাজরা নিজেই জানিয়েছিলেন ফেসবুকে পোস্টে।

আরও পড়ুন : দিলীপ ঘোষের দ্রুত আরোগ্য কামনায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে সোমবার মহাযজ্ঞ বিজেপি যুবমোর্চার

মুখ্যমন্ত্রীকে নিয়ে তাঁর এই মন্তব্যকে ঘিরে সমালোচনা ঝড়ে ওঠে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অনুপম হাজরার নামে এফআইআর হয়েছে। দক্ষিণ ২৪ পরগণারই সোনারপুর, এমনকী শিলিগুড়িতে বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। অনুপম অবশ্য ফেসবুকেই পাল্টা হুমকি দিয়ে রেখেছেন, কয়েক মাস যাক, মুখ্যমন্ত্রীকে এফআইআরের মাশুল দিতে হবে সুদে আসলে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version