Thursday, December 11, 2025

দেশবাসী সচেতন হলে ফেব্রুয়ারিতেই নিয়ন্ত্রণে করোনা, জানালো বিশেষজ্ঞ কমিটি

Date:

Share post:

ফেব্রুয়ারিতেই মারণ ভাইরাস করোনা নিয়ন্ত্রণে আসতে পারে, যদি মানুষ সচেতন হয়। জানালো কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। ফেব্রুয়ারিতে একবারে করোনা উধাও হয়ে যাবে ব্যাপারটা একদমই এমন নয়। তবে সংক্রমণ ছড়িয়ে পরবে না, অল্প সংখ্যক মানুষের হবে।

কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক কোভিড পরিস্থিতি মোকাবিলায় একটি কমিটি গঠন করে। নাম ‘কোভিড-১৯ সুপারমডেল কমিটি’। নেতৃত্বে হায়দরাবাদ আইআইটির অধ্যাপক এম বিদ্যাসাগর। কমিটির দু’জন কলকাতার বিশেষজ্ঞরা হলেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক অরূপ বসু এবং শঙ্কর পাল। এই কমিটির এক সদস্য জানান, “সমস্ত বিধিনিষেধ মেনে চললে আগামী বছরের ফেব্রুয়ারির শেষে অতিমারিকে নিয়ন্ত্রণে আনা যাবে। তখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা থাকবে খুব সামান্য।” এই কমিটির মত, লকডাউন নিয়ে বিতর্ক থাকেলও সংক্রমণ নিয়ন্ত্রণে ভালো কাজ করেছে। এবার প্রয়োজন বিধিনিষেধ মেনে চলা। আর লকডাউনের প্রয়োজন নেই। সেই সঙ্গে তাঁরা আরও জানিয়েছেন, এই মুহূর্তে দেশের প্রায় ৩০ শতাংশ নাগরিকের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে।

এদিন ভ্যাকসিন নিয়েও ফের আশার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। বলেছেন, ‘করোনার ভ্যাকসিন তৈরিতে জোর দেওয়ার পাশাপাশি ইউনিসেফের সঙ্গে যোগাযোগ রেখে তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে ২০০ কোটি ডোজ বিতরণের টার্গেট নেওয়া হয়েছে।’ এছাড়াও তিনি বলেছেন, দেশের ঘনবসতিপূর্ণ এলাকার কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ হলেও হতে পারে। তবে সার্বিকভাবে তা হয়নি।

আরও পড়ুন-কোথায় তৈরি হয়েছে বিক্রিত পণ্য? অ্যামাজন-ফ্লিপকার্টকে নোটিশ কেন্দ্রের

spot_img

Related articles

মোহনবাগানে ক্লাস শুরু লোবেরার, অনুশীলন থেকে বেরিয়ে গেলেন আপুইয়া

মোহনবাগানে কোচিং ইনিংস শুরু করলেন সার্জিও লোবেরা(Serjio Lobera)।  বৃহস্পতিবার থেকে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন নতুন কোচ। মঙ্গলবার গভীর...

সংসদে মাতঙ্গিনীর নাম বিকৃতি বিজেপির সাংসদের! বহিরাগতদের ধুইয়ে দিল তৃণমূল

বাংলা সম্পর্কে শুধুমাত্র অজ্ঞতা নয়। প্রবল বাংলা বিরোধিতা থেকেই বিজেপির নেতারা বাংলার মনীষীদেরও যে স্বীকৃতি দিতে চান না,...

রাজ্যের উন্নয়নকে গতি দিতে এক দিনে ২০ হাজার ৩০ কিমি রোড প্রজেক্টের উদ্বোধন মুখ্যমন্ত্রীর 

রাজ্যের সর্বত্র উন্নয়নের কাজ আরও এগিয়ে নিতে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে...

তথ্য প্রযুক্তি, গবেষণা থেকে গ্রাহক পরিষেবা: দেশের উন্নয়নের নেতৃত্বে GCC

একসময়ের একটি সাধারণ সাপোর্ট ডেস্ক। এখন গবেষণা, নকশা ও উন্নয়নে চালিকাশক্তি হিসেবে কাজ করছে। ভারতে তৈরি হয়েছে ১৭০০-টিরও...