বোমা তৈরির কারখানা খুঁজে পান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু হাস্যকর, পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে কোনও তথ্য থাকে না তাঁর বিজেপি সরকারের কাছে। তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন আগেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অমিত শাহ অভিযোগ করেন, বাংলা জেলায় জেলায় বোমা তৈরির কারখানা চলছে। তার এই অভিযোগের জবাবে নিজের টুইটারে কটাক্ষ করেন অভিষেক।

কিছুদিন আগেই সংসদের অধিবেশনে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কাছে তথ্য চাওয়া হলে, তারা জানিয়েছিল এ বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। এমনকী, লকডাউনে বাড়ি ফিরতে গিয়ে ক’জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে তাও নাকি অজানা কেন্দ্রের বিজেপি সরকারের। এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সাংসদ।

একইসঙ্গে অভিষেক অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন, “কোন সাহসে আপনি বাংলার মানুষকে রাষ্ট্রপতি শাসনের হুমকি দেন?” বাংলায় রাষ্ট্রপতি শাসনের হুমকি দিয়ে বাংলার সামাজিক ঐক্য এবং সম্প্রীতি নষ্ট করতে চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ। ভোটের ময়দান গরম করতে এই ধরনের জঘন্য বলে মন্তব্য করেছেন অভিষেক। টুইটের শেষে তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন #বেঙ্গালআরজেক্টসটানাশাহ। নিজের টুইটের শেষে সেদিনই সাক্ষাৎকারের ভিডিও জুড়ে দিয়েছেন অভিষেক।

Ironic that Mr @AmitShah has found data on bomb factories but when it comes to data on migrants, his @BJP4India govt is clueless!
How dare you threaten the people of Bengal with President's Rule to disturb our social harmony. Disgusting poll propaganda!#BengalRejectsTanaShah https://t.co/gZfSImveIA— Abhishek Banerjee (@abhishekaitc) October 19, 2020
আরও পড়ুন-‘ আমি একা’! এই মন্তব্য করে কি সহানুভূতির তাস খেলছেন বিপ্লব?
