দর্শকশূন্য মণ্ডপ। ঝোলানো থাকবে “NO ENTRY” বোর্ড। আরও একাধিক শর্ত আরোপ করে রাজ্যে এবার পুজো পালনের ঐতিহাসিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আর সেই রায়ের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য আজ, মঙ্গলবার চতুর্থীর দিন ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে ফের শুনানি হতে পারে এই সংক্রান্ত মামলার। আর সেদিকেই তাকিয়ে কলকাতার বড় বারোয়ারি পুজো কমিটিগুলি।

আরও পড়ুন- Big breaking: বিজেপিতে অনাস্থা, পাল্টা দল নিয়ে রাজনীতিতে হিন্দু সংহতি

গতকাল, সোমবার হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর এখন বিশ্ববাংলা সংবাদকে ফোরাম ফর দুর্গোৎসবের যুগ্ম-সম্পাদক শাশ্বত বসু ইঙ্গিত দিয়েছিলেন, তাঁরা আইনি পথে হাঁটতে পারেন। তিনি বলেছিলেন, হাইকোর্টের রায়কে তাঁরা সম্মান করেন। কিন্তু এত আয়োজনের পর এমন সিদ্ধান্তে প্রতিটি পুজো কমিটি আঘাত পেয়েছে। সিদ্ধান্ত আরও একটু বাস্তবোচিত হলে ভাল হত।

এদিকে সব পুজো মণ্ডপের ভৌগোলিক অবস্থান এক নয়, সেক্ষেত্রে হাইকোর্টের রায়ে বিপাকে পড়েছে অনেক পুজো কমিটি। তাই শেষ মুহূর্তে হাইকোর্টের এমন রায়কে পুনরায় বিবেচনার আবেদন নিয়ে রিভিউ পিটিশন দাখিল করছে
ফোরাম ফর দুর্গোৎসব।
