পুজোর সময় শুধু ভালো জামা কাপড় পরলেই হবে না। নিজেকে সুন্দর দেখাতে হলে ত্বকের যত্ন নিতে হবে। সেটা শুধু পুজো বলে নয়, নেওয়া উচিৎ সারা বছর। আর এক্ষেত্রে পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করানো বেশি ভালো। ত্বকের জন্য ক্লিনিং প্রসেস, টাইট আপ, ডি- ট্যান করাতে হবে। তবে বাড়িতেও ত্বকের যত্ন নেওয়া যেতে পারে।

ত্বকের জন্য-


হলুদ, দই, মধু, কমলালেবুর রস মিশিয়ে মুখে লাগাতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে।

দুধ মধু মুলতানি মাটি মিশিয়ে লাগাতে হবে।


ট্যান তোলার জন্য মুসুর ডাল পাতা ব্যবহার করা যায়। আবার দই লাগানো যেতে পারে ট্যান তোলার জন্য।

চটজলদি মুখ উজ্জ্বল করার জন্য দুধ দিয়ে মুখ ধোয়া যেতে পারে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মুখ উজ্জ্বল রাখতে ব্যবহার করা যেতে পারে দুধ। এরপর মুখ ধুয়ে টোনার লাগিয়ে মেকআপ করা যাবে।

আরও পড়ুন:পুজোর রূপচর্চা: চুলের জন্য বাড়িতেই স্পা
