পুজোর রূপচর্চা: চুলের জন্য বাড়িতেই স্পা

শর্মিলা সিং ফ্লোরা

লকডাউন এবং তারপর আনলক, গত ৭ মাস কার্যত বাড়িতেই আমরা। কিন্তু এদিকে দোরগোড়ায় দুর্গাপুজো। এই সময় নিজেকে সুন্দর তো রাখতেই হবে। তাই এবার লাস্ট মিনিট টিপস্ নিয়ে হাজির হয়েছি।

প্রথমেই বলি, দীর্ঘ ৭ মাসের অযত্ন শুধুমাত্র বাড়িতে সবটুকু করা সম্ভব নয়। তাই পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করানোটা প্রয়োজন। চুলের জন্য হেলদি প্রোটিন ট্রিটমেন্ট করতে পারেন। এতে চুল যেমন পুষ্টি পাবে তেমনই উজ্জ্বল হবে।

বাড়িতে কেউ স্পা করতে চাইলে বাজার থেকে প্রোডাক্ট কিনে তা করা যেতে পারে। আবার ঘরোয়া উপায়ে চুলের যত্ন করা যেতে পারে। রোজকার জীবনে যেসব জিনিস আমরা ব্যবহার করি তা দিয়েই চুলের যত্ন সম্ভব।

বাড়িতে চুলের যত্নের জন্য-

◼️ দই, ডিম, তেল লাগানো যেতে পারে। এতে অবশ্যই চুল ভালো থাকবে।

◼️ শ্যাম্পু, কন্ডিশনার, সেরাম লাগিয়ে চুলের প্রাথমিক পরিচর্যা করা যায়। হোমমেড যেকোনও হেয়ার প্যাক লাগিয়ে শ্যাম্পু, কন্ডিশনার, সেরাম ব্যবহার করা যেতে পারে। দুর্গাপুজোর দিনগুলিতেও এই পদ্ধতি অবলম্বন করা যায়।

কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পার্লারে গিয়ে চুলের যত্ন নেওয়া। কারণ, পার্লারে বিশেষজ্ঞদের হাতে যে পরিচর্যা করা হয়, সেটা বাড়িতে কিছুটা হলেও অসম্ভব। তাই শেষ মুহূর্তে দেরি না করে অবশ্যই চুলের যত্ন নিতে হবে।

আরও পড়ুন:পুজো প্যান্ডলে বাংলা গান বাজানোর আবেদন বাংলা পক্ষের

Previous articleঅমর্ত্য সেনের হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত বাঙালি
Next articleপুজোয় যাদবপুরে বামেদের বুকস্টল উদ্বোধনে বিমান-সুজন