পুজোয় যাদবপুরে বামেদের বুকস্টল উদ্বোধনে বিমান-সুজন

আজ তৃতীয়া। প্রতি বছরের মতো এবারও পুজো উপলক্ষে বাম তথা সিপিএমের যাদবপুর বুকস্টল উদ্বোধন হল। শারদ উৎসব উপলক্ষে বছরের পর বছর কলকাতা-সহ রাজ্যজুড়ে বিভিন্ন ছোট-বড় পুজো মণ্ডপের আশেপাশে বুকস্টল করে বামেরা। এবার করোনা মহামারী আবহের মধ্যে উৎসবের জৌলুস কিছুটা কম হলেও, ট্রাডিশন মেনে স্টল দিচ্ছে বামেরা। আর সেই স্টলগুলির মধ্যে ফি বছর নজর কাড়ে যাদবপুর ৮বি সংলগ্ন সিপিএমের বুকস্টল। যা বামপন্থী মনোভাবাপন্ন মানুষের হয়ে ওঠে একটা ছোটখাটো রিইউনিয়নের মঞ্চ। এবার এই বুকস্টলের উদ্বোধন করলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। হাজির ছিলেন যাদবপুরের সিপিএম বিধায়ক তথা বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

তবে করোনা আক্রান্ত হওয়ায় এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি যাদবপুর অঞ্চলের জনপ্রিয় সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত। তাই আক্ষেপের কিছুটা আক্ষেপের সুরে সুদীপবাবু
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “২০০৮ থেকে একটানা এতগুলো বছর…
শারদোৎসবের দিনগুলোতে আমার রোজকারের ঠিকানা…

কেউ হাজার চেষ্টা করেও নড়াতে পারত না…

তিতি, সুনীতার কত মান অভিমান…
সকলের বাবা ই মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছে…
আমি কেন পুজো দেখতে যাব না!…

শেষমেশ তিতির সাথে রফা হতো…

ওকে নিয়েই বুকস্টলে চলে আসতাম শেষ ক’টা বছর…
তার সাথে সাথে কাকাই, দাদা, দিদিদের কাছ থেকে আইসক্রীম বা চিপসের অবাধ জোগানের প্রতিশ্রুতি…

আর দ্বাদশীর দিন বাড়ীর সবাইকে নিয়ে দূরে ঘুরতে যাওয়া…
এই ছিলো আমার রুটিন….

কত পুরোনো মুখ এই ক’টা দিনের মধ্যে এসে নতুন করে ধরা দিত…
বই কেনা, গল্প, আড্ডায় কেটে যেত ক’টা দিন….
এইবার কোভিড ছুটি করিয়ে দিলো…
একটা দিনও যাওয়া হবে না আর…

আজ হাসপাতালে শুয়ে শুয়েই দেখলাম উদ্বোধনী অনুষ্ঠান…
বিমান দা, সুজনদা ছিলেন…
ছেলেমেয়েগুলোর মুখ দেখে ভালো লাগলো না…
বুঝতে পারছি…
ওরাও কষ্টের মধ্যেই আছে…
বারেবারে ফোন করছে, মেসেজ পাঠাচ্ছে….
খারাপ লাগছে…
কিন্তু কিচ্ছু করার নেই…

অথচ সত্যিই আক্ষেপ থাকবার কথা নয়…
সেই মার্চ মাসের ২২ তারিখ থেকে একটা দিনও আমরা কেউই ঘরে বসে ছিলাম না…
এখন সত্যিই ভাবতে অবাক লাগে…
কি করে পারলাম সব…
কি খাটুনিই না খাটিয়েছি ওদের…
আজ বন্ধুরা বা সমালোচকরা কেউই যাদবপুর কে অস্বীকার করে বক্তব্য রাখতে পারবে না…
একদিন না একদিন কোভিডের কাছে ধরা পড়তামই…
সময়টা খুব বাজে বেছে নিলো মহাশয়…
শুধু শরীর নয়…
মনটাকেও কুড়ে কুড়ে খাওয়ার প্র‍য়াস!

যাইহোক…
ভালো থাকবেন সক্কোলে…
সুস্থ থাকবেন….”

আরও পড়ুন- ছত্রধরের স্ত্রী নিয়তিকে শিশু সুরক্ষা কমিশনের সদস্য করে মাস্টার স্ট্রোক শাসকের

Previous articleপুজোর রূপচর্চা: চুলের জন্য বাড়িতেই স্পা
Next articleসোশ্যাল মিডিয়ায় মিমির ছবিতে ‘জল সমস্যা’ নিয়ে ট্রোল