Monday, August 25, 2025

নভেম্বরে সংক্রমণের দ্বিতীয় ঢেউ ? নতুন আরও ২১৭৪টি করোনা-বেড রাজ্যে

Date:

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এবার দর্শকশূন্য হবে পুজোমণ্ডপ৷ কিন্তু কত মানুষ সেই নির্দেশ মানবেন তা নিয়ে সন্দিহান সরকার৷ তাই আগেভাগেই রাজ্যে বাড়তি করোনা- বেডের ব্যবস্থা করেছে প্রশাসন৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি নির্দেশে স্বাস্থ্য দফতর রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন আরও ১৬৩৯টি করোনা বেডের ব্যবস্থা করতে চলেছে। এই বেডগুলি হবে সরকারি হাসপাতালে৷ এখানে রোগীদের চিকিৎসা হবে বিনামূল্যে। এছাড়াও, রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে আরও ৫৩৫টি ICU বেডের অতিরিক্ত ব্যবস্থা হচ্ছে সংকটাপন্ন রোগীদের ক্রিটিক্যাল কেয়ারের জন্য। এগুলির সুবিধাও রোগীরা পাবেন নিখরচায়৷ সব মিলিয়ে সংক্রমণ বৃদ্ধি পাবে এই আশঙ্কায় রাজ্যে মোট ২১৭৪টি বেড বাড়ানো হচ্ছে।

উৎসবের মরসুমে করোনার প্রকোপ-বৃদ্ধির আশঙ্কা সর্বস্তরে। বিশেষজ্ঞরা রাজ্যকে চিকিৎসা-পরিকাঠামোর বৃত্ত বাড়ানোর পরামর্শ দিয়েছেন। সেই মতামতকে গুরুত্ব দিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ কোভিড বেড বৃদ্ধি, করোনা পরীক্ষা ও অ্যাম্বুল্যান্স পরিষেবার খরচে রাশ টানা, বিপুল সংখ্যায় নার্স নিয়োগ, পুজোর সময়ে চিকিৎসকদের ছুটি বাতিল, পাড়ার ডাক্তারদের চেম্বারে বিধিনিষেধ শিথিলের মতো সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পুজোর সময়ে বিশেষ কন্ট্রোল রুমও খোলা থাকবে নবান্নে।
একইসঙ্গে বেসরকারি ক্ষেত্রেও কয়েকশো বেড বৃদ্ধির নির্দেশ গিয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।
প্রসঙ্গত, বর্তমানে রাজ্যে ১২,৭১৫টি কোভিড বেড চালু রয়েছে৷ এর মধ্যে ১২৪৩টি বেড ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা’র৷ তবে বিশেষজ্ঞদের মতে, করোনা- বেড আরও অন্তত ৫০ শতাংশ না-বাড়ানো হলে মুশকিল! কারণ, নভেম্বরে করোনা-সংক্রমণের দ্বিতীয় ঢেউ উঠবে বলে মনে করা হচ্ছে৷ তেমন হলে বেডের অভাব ভয়াবহ সংকট ডেকে আনবে৷

আরও পড়ুন- আলাস্কায় প্রবল ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা

Related articles

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version