Thursday, August 21, 2025

মার্কিন মুলুকে নির্বাচনী উত্তাপ, বেলমোন্ট বিশ্ববিদ্যালয়ে ‘সম্মুখ সমরে’ ট্রাম্প-বিডেন

Date:

গণতন্ত্রের রীতি মেনে বিরোধী ও শাসকের মুখোমুখি রাজনৈতিক বিতর্কের রীতি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর সেই রীতি মেনেই তৃতীয় তথা শেষ বারের জন্য সেই রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিরোধী নেতা জো বিডেন। আগামী ২২ অক্টোবর এই বিতর্ক সভা আয়োজিত হতে চলেছে আমেরিকার বেলমোন্ট বিশ্ববিদ্যালয়ে। গোটা বিষয়টি পরিচালনার দায়িত্বে রয়েছেন আমেরিকার ‘এনবিসি নিউজ’-এর সাংবাদিক ক্রিষ্টেন ওয়েলকার। আপাতত নির্বাচন পূর্বে এই রাজনৈতিক বিতর্কের দিকেই নজর রয়েছে গোটা আমেরিকা তথা বিশ্বের।

আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর ২৯ সেপ্টেম্বর প্রথমবার প্রতিদ্বন্দী জো বিডেনের সঙ্গে রাজনৈতিক বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। আর সেই বিতর্কে বিডেনের বক্তব্যের সময় বারবার তাঁকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। দ্বিতীয় দফায় রাজনৈতিক বিতর্কের আয়োজন করা হয় ১৫ অক্টোবর। যদিও করোনা পরিস্থিতির কারণে এই বিতর্কে অংশ নেননি ট্রাম্প। মাঝে আবার করোনা আক্রান্ত হন মার্কিন প্রেসিডেন্ট। তারপরও চেষ্টা চলেছিল ভার্চুয়াল পদ্ধতিতে এই বিতর্ক সভা আয়োজনের। তবে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ‘ভার্চুয়াল সভা সময় নষ্ট ছাড়া কিছুই নয়’। শেষ পর্যন্ত আর সফল হয়নি সেই বিতর্ক সভা। তবে এবার নয়া নিয়ম-কানুনকে সঙ্গী করে তৃতীয় তথা শেষ বারের জন্য ট্রাম্প-বিডেনের বিতর্ক সভা আয়োজিত হতে চলেছে বেলমোন্ট বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই বিতর্ক সভার দিকেই নজর রয়েছে আমেরিকা তথা গোটা বিশ্বের।

আরও পড়ুন: নারী শক্তির প্রতীক দুর্গার বোধনের প্রাক্কালেই রাস্তায় সদ্যোজাত শিশুকন্যা, আগলে রাখলো কুকুরের দল

জানা গিয়েছে, ৯০ মিনিটের এই বিতর্ক সভা ভাগ করা হয়েছে ১৫ মিনিটের সিডিউলে। প্রতিটি নতুন বিষয় শুরু হওয়ার আগে প্রত্যেক প্রার্থীকে দু মিনিট করে সময় দেওয়া হবে কথা বলার জন্য। ঠিক সেই সময় প্রতিপক্ষের মাইক্রোফোন বন্ধ রাখা হবে। বাকি সময় একে অপরের বক্তব্যে মন্তব্য করার জন্য উভয় পক্ষেরই মাইক্রোফোন চালু থাকবে। তবে এই বিতর্ক সভায় ট্রাম্পের দিকে যে প্রচুর প্রশ্ন ধরে আসবে তা বলার অপেক্ষা রাখে না। দেশের অর্থনীতির পাশাপাশি, করোনা পরিস্থিতি সামাল দিতে আমেরিকার ব্যর্থতা। সমস্ত কিছু নিয়েই এই রাজনৈতিক বিতর্ক সভায় নজর রয়েছে গোটা বিশ্বের।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version